‘কাজ না হলে পদ থেকে সরিয়ে দেব’, উদয়ন-রবিকে কড়া বার্তা অভিষেকের

‘কাজ না হলে পদ থেকে সরিয়ে দেব’, উদয়ন-রবিকে কড়া বার্তা অভিষেকের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘কাজ না হলে পদ থেকে সরিয়ে দেব’, উদয়ন-রবিকে কড়া বার্তা অভিষেকের , শুধু জেলার নেতাদেরই নয়, দলের বিধায়কদেরও চাঁচাছোলা ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন পঞ্চায়েত নির্বাচনের আগে দলের ভিতরে বা বাইরে নেতাদের সম্পর্কে কোনও অভিযোগ শুনতে চান না তিনি। সোমবার ভার্চুয়াল বৈঠকে সরাসরি উদয়ন গুহ ও রবীন্দ্রনাথ ঘোষের নাম উল্লেখ করে বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একজন বর্তমান ও দ্বিতীয়জন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী মন্ত্রী। রবীন্দ্রনাথ বর্তমানে কোচবিহার পুরসভার চেয়ারম্যানও বটে।

 

 

 

 

 

উল্লেখ্য, বারবারই বিতর্কের শিরোনামে আসেন উদয়ন গুহ। একসময়ের বামপন্থী নেতা উদয়ন চিরকুট বিতর্কে বাবা কমল গুহর নামও সামনে এনেছিলেন। শুধু তাই নয়, সম্প্রতি প্রকাশ্যে মনোনয়ন না দিতে দেওয়ার হুঁশিয়ারি দিতেও শোনা গিয়েছে তাঁকে। বিরোধীরা মনোনয়ন দিতে পারলে নাকি দায়ী থাকবেন অঞ্চলসভাপতি! এমনটাও বলতে শোনা গিয়েছে তাঁকে। এবার বৈঠকে অন্যান্য নেতাদের সামনেই উদয়ন গুহকে কার্যত ভর্ৎসনা করলেন অভিষেক।

 

 

 

উত্তরবঙ্গকে যে এবার তৃণমূল বিশেষ গুরুত্ব দিচ্ছে, তেমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। অভিষেক সদ্য উত্তরবঙ্গ সফর সেরে ফিরেছেন, আবারও যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পঞ্চায়েতে যাতে উত্তরের জেলাগুলোতে তৃণমূলের খুঁটি শক্ত থাকে, সেই বার্তাই এদিন দিয়েছেন অভিষেক।

 

 

 

আরও পড়ুন –   ফের তারিখ দিলেন শুভেন্দু! তবে এ বার সরকারের হয়ে

 

 

সোমবার অভিষেক বলেন, ‘অনেক বিধায়ক কাজ করেননি।’ এরপরই উদয়ন গুহ ও রবীন্দ্রনাথ ঘোষকে বলেন, ‘আপনাদের এলাকায় কেউ কেন যেতে পারবে না?’ জলপাইগুড়ির দুটো অঞ্চলে ব্লক সভাপতির সঙ্গে অঞ্চল সভাপতির ঝামেলা কেন? সেই প্রশ্নও তুলেছেন অভিষেক। রীতিমতে সুর চড়িয়ে তিনি বলেন, ‘কেন দিদির সুরক্ষা কবচ কর্মসূচি করেননি? দুটো দিন সময় দিলাম। কাজ না হলে পদ থেকে সরিয়ে দেব।’ ভোটের আগে কাজ না করলে কী পরিণতি হতে পারে, তা এদিনের হুঁশিয়ারিতেই বুঝিয়ে দিয়েছেন অভিষেক।

 

 

আরও পড়ুন – ‘আই লাভ কেওড়াতলা মহাশ্মশান’! ভুয়ো খবর ছড়াতেই মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী

 

(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং  Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top