Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
বাবা জেলবন্দি,মাতৃহারা মেয়েকে কি বাইরে রেখে তদন্ত করা যেত না?

‘বাবা জেলবন্দি, মাতৃহারা মেয়েকে কি বাইরে রেখে তদন্ত করা যেত না?’, প্রশ্ন কুণালের

‘বাবা জেলবন্দি, মাতৃহারা মেয়েকে কি বাইরে রেখে তদন্ত করা যেত না?’, প্রশ্ন কুণালের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘বাবা জেলবন্দি, মাতৃহারা মেয়েকে কি বাইরে রেখে তদন্ত করা যেত না?’, প্রশ্ন কুণালের , গরু পাচার মামলায় (Cow Smuggling Case) সাড়ে আট মাস আগে গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। এই মামলায় কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal) একাধিক তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একাধিকবার তলব এড়ানোর পর বুধবার দিল্লিতে ইডির সদর দফতরে গিয়েছিলেন সুকন্যা। সেখানেই টানা জিজ্ঞাসাবাদের পর কেষ্টকন্যাকে গ্রেফতার করেছে ইডি। সুকন্যার গ্রেফতারি নিয়ে মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আইন নিজের পথে চলবে জানিয়েও তাঁর প্রশ্ন, মাতৃহারা মেয়েটিকে কি বাইরে রেখে জিজ্ঞাসাবাদ করা যেত না?

 

 

 

 

রাজনীতির কারবারিরা বলছেন, অন্য নেতাদের গ্রেফতারির পরও তৃণমূল জানিয়েছিল, আইন আইনের পথে চলবে। কিন্তু, সুকন্যার গ্রেফতারিতে শুধু যে আইনের বিষয় নেই, পক্ষান্তরে সেই প্রশ্ন তুলে দিয়েছেন কুণাল। এক্ষেত্রে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে কি না, সেই প্রশ্ন তুলেছেন তৃণমূলের মুখপাত্র।

 

 

 

 

সুকন্যার গ্রেফতারি নিয়ে কুণাল বলেন, “অনুব্রত মণ্ডলের মেয়ের গ্রেফতারির বিষয় আইনের ব্যাপার। আইন আইনের পথে চলবে। যদি কেউ বা কারা দোষ করে থাকেন, তাঁরা শাস্তি পাবেন। তৃণমূল কংগ্রেস কারও ঢাল হয়ে দাঁড়াবে না। কিন্তু, নির্দিষ্ট ভাবে এই ক্ষেত্রে একটা বিষয় বলা যায়। ওঁর মা মারা গিয়েছেন। বাবা জেলে রয়েছেন। সেক্ষেত্রে কি বাইরে রেখে তদন্ত করা যেতে পারত না?”

 

 

 

আরও পড়ুন –  বন্দুক হাতে স্কুলে! মালদহের ঘটনায় গভীর ষড়যন্ত্র দেখছেন মুখ্যমন্ত্রী মমতা

 

 

এর পিছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে কি না, সেই প্রশ্নও এদিন তোলেন তৃণমূল মুখপাত্র। কুণাল বলেন, “আইন নিশ্চয় আইনের পথে চলবে। কিন্তু, ন্যূনতম মানবিকতা কি দেখানো যেতে পারত না? তাঁর বাবা দোষী না নির্দোষ, তা নিয়ে আমাদের কোনও বক্তব্য নেই। এটা কি কোনও ভয়ানক রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ দলের চাপ নয় তো? যে অনুব্রত মণ্ডলের মেয়েকেও ছাড়া যাবে না। তাঁর নামে কী সম্পত্তি রয়েছে, কীভাবে তা হল, তা নিয়ে কোনও মন্তব্য করছি না। যদি তদন্তকারী সংস্থার হাতে প্রমাণ থাকে, সেক্ষেত্রেও কি তাঁকে গ্রেফতার না করে তদন্ত করা যেত না? আবার বলছি, আইন আইনের পথে চলবে। কিন্তু, এক্ষেত্রে শুধু আইন আইনের পথে চলবে বলে এড়িয়ে যেতে পারছি না।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top