কোহলিদের হারিয়ে আইপিএল পয়েন্ট তালিকায় কোথায় এল কেকেআর? বেঙ্গালুরুকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় উঠে এল কেকেআর। আইপিএলের তৃতীয় জয় পেল কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় জয় এল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। প্রতিযোগিতায় আটটি ম্যাচ খেলে কলকাতার ঝুলিতে এল ছয় পয়েন্ট। একই সঙ্গে পয়েন্ট তালিকাতেও অবস্থান কিছুটা ভাল করল কেকেআর।
বুধবারের আরসিবি-কেকেআর ম্যাচের পর আইপিএলের পয়েন্ট টেবিলের প্রথম ছ’টি স্থানের কোনও পরিবর্তন হয়নি। বিরাট কোহলিদের হারিয়ে নীতীশ রানারা পয়েন্ট তালিকায় অষ্টম স্থান থেকে সপ্তম স্থানে উঠে এলেন। অষ্টম স্থানে নেমে গেল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স।
আট ম্যাচ খেলে কলকাতার পয়েন্ট ৬। একটি ম্যাচ কম খেলে মুম্বইয়েরও সংগ্রহ ৬ পয়েন্ট। নেট রান রেটে এগিয়ে রয়েছে কলকাতা। কেকেআরের নেট রান রেট -০.০২৭। মুম্বইয়ের -০.৬২০।
তালিকার নবম এবং দশম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালস। সাতটি করে ম্যাচ খেলে দু’দলের সংগ্রহ ৪ পয়েন্ট। হায়দরাবাদের নেট রান রেট -০.৭২৫। দিল্লির -০.৯৬১।
আরও পড়ুন – ইডেনে কি নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন ধোনি? দলের সাফল্যের রহস্য জানালেন…
পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে চেন্নাই সুপার কিংস। তাদের সংগ্রহ সাত ম্যাচে ১০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা গুজরাত টাইটান্সেরও সাত ম্যাচে ১০ পয়েন্ট। মহেন্দ্র সিংহ ধোনিদের নেট রান রেট ০.৬৬২। হার্দিক পান্ড্যদের নেট রান রেট ০.৫৮০। তৃতীয় থেকে ষষ্ঠ স্থান পর্যন্ত রয়েছে যথাক্রমে রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং পঞ্জাব কিংস। চার দলেরই সংগ্রহ ৮ পয়েন্ট করে। বেঙ্গালুরু খেলেছে আটটি ম্যাচ। বাকি দলগুলি খেলছে সাতটি করে ম্যাচ। নেট রান রেটের ভিত্তিতেই এই চার দলও এগিয়ে বা পিছিয়ে রয়েছে। তৃতীয় স্থানে থাকা সঞ্জু স্যামসনের নেট রান রেট ০.৮৪৪। চতুর্থ স্থানে থাকা লোকেশ রাহুলের দলের নেট রান রেট ০.৫৪৭। পঞ্চম স্থানে থাকা কোহলিদের নেট রান রেট -০.১৩৯। ষষ্ঠ স্থানে থাকা শিখর ধাওয়ানের দলের নেট রান রেট -০.১৬২।