রাহুল গান্ধী ও কমল নাথকে প্রাণনাশের হুমকি, গ্রেফতার অভিযুক্ত , কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও কমল নাথ (Kamal Nath) কে প্রাণনাশের হুমকি (Death threats) -চিঠি দিয়েছিল। সেই হুমকি দেওয়ার পাঁচ মাসের মাথায় গ্রেফতার হল অভিযুক্ত। বৃহস্পতিবার মধ্যপ্রদেশ পুলিশ ইন্দোর রেলস্টেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে। জাতীয় সুরক্ষা আইনে (NSA) অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার (ক্রাইম) নিমীশ আগরওয়াল। গত বছর রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো যাত্রা’ মধ্যপ্রদেশের ইন্দোরে প্রবেশ করতেই তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে একটি চিঠি দেওয়া হয়। বোমা বিস্ফোরণ করে রাহুল গান্ধী এবং কমল নাথকে হত্যা করা হবে বলে চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, গত বছর রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো যাত্রা’ মধ্যপ্রদেশের ইন্দোরে প্রবেশ করতেই তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে একটি চিঠি দেওয়া হয়। ইন্দোরে একটি মিষ্টির দোকানের সামনে থেকে ওই হুমকি চিঠি পাওয়া যায়। বোমা বিস্ফোরণ করে রাহুল গান্ধী এবং কমল নাথকে হত্যা করা হবে বলে চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
আরও পড়ুন – রাহুলের মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন গুজরাট হাইকোর্টের বিচারপতি
পুলিশ জানায়, ধৃতের নাম দয়াসিং ওরফে আইশিলাল ঝাম। গত বছরের নভেম্বরে ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধী এবং কমল নাথকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছিল। ঝাম-ই সেই হুমকি-চিঠি দিয়েছিল বলে অভিযোগ। NSA আইনে তাকে ইন্দোর স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। তবে কেন সে রাহুল গান্ধী ও কমল নাথকে প্রাণনাশের হুমকি-চিঠি দিয়েছিল, তা স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিসিপি নিমীশ আগরওয়াল। তবে আইশিলাল ঝামের উদ্ভট প্রবণতা রয়েছে বলে জানিয়েছেন আরেক পুলিশ আধিকারিক। NSA আইনে তাকে ইন্দোর স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )