দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব আপ, পুলিশের বিরুদ্ধে মণীশ সিয়োদিয়াকে হেনস্থার অভিযোগ আপের, দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠল দিল্লি পুলিশের বিরুদ্ধে। হেনস্থার একটি ভিডিয়ো আপের পক্ষ থেকে সোসাল মিডিয়ায় পোস্ট করা হয়। তাতে দেখা যাচ্ছে, দিল্লি প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে ঘাড় ধরে টেনে নিয়ে যাচ্ছেন এক পুলিশ কর্তা। এই ঘটনায় উঠেছে নিন্দার ঝড়। মঙ্গলবার দিল্লি আদালতে আবগারি সংক্রান্ত মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার। আদালত চত্ত্বরে কেন্দ্রীয় সরকারের জারি করা অধ্যাদেশ নিয়ে সিসোদিয়ার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন উপস্থিত সাংবাদিকরা।
ভিডিয়োটি ট্যাগ করে এক টুইট বার্তায় পুলিশের এই ধরনের কোনও ক্ষমতা আছে কিনা, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। নাম না করে মোদী সরকারকে নিশানা করেন। দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ধরনের আচরণের জন্য উপর মহল থেকে কোনও নির্দেশ দেওয়া হয়েছিল কিনা, তারও প্রশ্ন তোলেন কেজরি।
এর আগে সিসোদিয়াকে শারীরিক হেনস্থার অভিযোগ করে সরব হন অরবিন্দ কেজরিওয়াল সরকারের শিক্ষামন্ত্রী অতশীও। এক টুইট বার্তায় অভিযুক্ত পুলিশ কর্তাকে অবিলম্বে সাসপেন্ডের আবেদন করেন তিনি। যদিও সিসোদিয়াকে শারীরিক হেনস্থা করা হয়েছে বলে যে অভিযোগ উঠছে, তা খারিজ করেছে দিল্লি পুলিশ। এটাকে রাজনৈতিক প্রচার বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে। মামলায় অভিযুক্তের মিডিয়ার সামনে বিবৃতি দেওয়া আইন বিরুদ্ধে বলে দিল্লি পুলিশের তরফে করা টুইটে পাল্টা সাফাই দেওয়া হয়। আদালতে সিসোদিয়াকে নিয়ে যাওয়ার সময় শারীরিক হেনস্থার অভিযোগে যখন রাজধানী উত্তাল, তখন বেআইনি অর্থ লেনদেন মামলায় বন্দি সত্যেন্দ্র জৈনের একটি ছবিকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য।
ছবিটি সোসাল মিডিয়ায় শেয়ার করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার জেলের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দিল্লির প্রাক্তন মন্ত্রী। সঙ্গে সঙ্গে শারীরিক পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় সফদরজং হাসপাতালে।
ছবিটি সোসাল মিডিয়ায় শেয়ার করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার জেলের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দিল্লির প্রাক্তন মন্ত্রী। সঙ্গে সঙ্গে শারীরিক পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় সফদরজং হাসপাতালে।
আরও পড়ুন – মমতার সঙ্গে বৈঠক করতে কলকাতায় আপের দুই মুখ্যমন্ত্রী,কেজরী এবং মান, সঙ্গী রাঘব…
এই ধরনের অধ্যাদেশ জারি করে মোদীর বিরুদ্ধে অহংরকারী মানসিকতার অভিযোগ করেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী। বক্তব্য শেষ করার আগেই একে সিং নামে দিল্লি পুলিশের এক কর্তাকে দেখা যায় সিসোদিয়াকে ঘাড় ধরে সরিয়ে নিয়ে যেতে। সিসোদিয়াকে ঘাড় ধরে নিয়ে যাওয়ার একটি ভিডিয়ো সোসাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভে ফেটে পড়েন অরবিন্দ কেজরিওয়াল।