বাইক থেকে পেট্রল বার করে নিলেন পাম্পকর্মী কিন্তু কেন ?

বাইক থেকে পেট্রল বার করে নিলেন পাম্পকর্মী কিন্তু কেন ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বাইক থেকে পেট্রল বার করে নিলেন পাম্পকর্মী কিন্তু কেন ? আগামী ৩০ সেপ্টেম্বরের পর থেকে অচল হয়ে যাবে ২ হাজার টাকার নোট। সম্প্রতি এ কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। তার পর থেকেই আবার সেই নোট ‘বন্দি’র স্মৃতি ফিরে এসেছে গোটা দেশে। এমন অবস্থায় ২ হাজার টাকার নোট বদলাতে মরিয়া হয়ে উঠেছেন সাধারণ মানুষ। হাতে ৪ মাস সময়ে থাকলেও ঝুঁকি নিতে চাইছেন না অনেকেই। এই পরিস্থিতিতে অনেকে আবার ২ হাজার টাকার নোট নিতেও ‘অস্বীকার’ করছেন। উত্তরপ্রদেশের জালৌনে এক যুবক স্কুটিতে তেল ভরানোর জন্য পেট্রল পাম্পে গিয়েছিলেন। সঙ্গে নিয়ে গিয়েছিলেন ২ হাজার টাকার নোট।

 

 

 

 

 

 

যুবক পাম্পকর্মীকে জানান, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই টাকা চলবে। বদলানোর সুযোগ দিয়েছে সরকার। তা হলে কেন তিনি নেবেন না? এই কথা শুনে পাম্পকর্মী মেজাজ হারিয়ে ফেলেন। অভিযোগ এর পরই যুবকের স্কুটি থেকে পেট্রল বার করে নেন। সেই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি সাইন টিভি

 

 

 

 

আরও পড়ুন – তৃণমূলের দেওয়া লাইসেন্সই বেআইনি কারখানা তৈরি করে ভানু বাগ,

 

 

 

 

 

 

 

তেমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। উত্তরপ্রদেশের জালৌনে এক যুবক স্কুটিতে তেল ভরানোর জন্য পেট্রল পাম্পে গিয়েছিলেন। সঙ্গে নিয়ে গিয়েছিলেন ২ হাজার টাকার নোট। ২০০ টাকার পেট্রল ভরানোর পর যুবক পাম্পকর্মীর হাতে ২ হাজার টাকার নোট ধরিয়ে দেন। অভিযোগ, পাম্পকর্মী ওই টাকা নিতে সরাসরি অস্বীকার করেন। কেন এই টাকা নেবেন না, তা নিয়ে যুবক এবং পাম্পকর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়। কিন্তু পাম্পকর্মী কিছুতেই ২ হাজার টাকা নেননি। শুধু তাই-ই নয়, জানিয়ে দেন খুচরো দেওয়া যাবে না। এর পরই যুবকের স্কুটি থেকে পেট্রল বার করে নেন।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook  পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top