নোবেলজয়ী অভিজিৎ বিনায়কের মা প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

নোবেলজয়ী অভিজিৎ বিনায়কের মা প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
নোবেলজয়ী অভিজিৎ বিনায়কের মা প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭। শুক্রবার সকালে হাসপাতালে যান অভিজিৎ। তার পরেই তাঁর মায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

পরিবার সূত্রে খবর, গত বুধবার পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন নির্মলাদেবী। তার পরেই তাঁকে শহরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রেও খবর, ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন নির্মলা। এর আগে শ্বাসকষ্টের সমস্যার জন্য গত ২৬ অক্টোবর একই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। চিকিৎসার পর ২৯ তারিখে তাঁকে ছেড়েও দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, দু’দিন আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছিলেন। কিন্তু এ বার তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক ছিল বলেই খবর মিলেছিল হাসপাতাল সূত্রে। শুক্রবারই মাকে দেখতে গিয়েছিলেন অভিজিৎ। বেলা ১২টা নাগাদ তাঁকে হাসপাতালের উদ্দেশে রওনা দিতে দেখা যায়। তার পরেই খবর আসে, নোবেলজয়ীর মা প্রয়াত ।

আরও পড়ুনঃ গতকাল গভীর রাতে কোয়েস্ট মলে আত্মহত্যার ঘটনা ঘিরে চাঞ্চল্য

বৃহস্পতিবার সন্ধ্যায় অভিজিতের মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। ১০ মিনিট সেখানে ছিলেন তিনি। নির্মলার ছোট ছেলের সঙ্গে কথাও বলেন। পরে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বিজয়ার শুভেচ্ছা জানাতে রাজভবনে গিয়েছিলেন মমতা। সেখান থেকে বেরিয়ে তিনি জানিয়েছিলেন, অভিজিৎ বিনায়কের মা খুব অসুস্থ। হাসপাতালে ভর্তি। পড়ে গিয়ে তাঁর মাথায় চোট লেগেছে।

 

নির্মলার মৃত্যুতে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে শুক্রবার শোকপ্রকাশ করে মমতা লিখেছেন, ‘‘প্রখ্যাত অর্থনীতিবিদ, অধ্যাপিকা তথা নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উনি। আমি গত কাল তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম।’’

 

নির্মলার ছোট ছেলের সঙ্গে কথাও বলেন। পরে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বিজয়ার শুভেচ্ছা জানাতে রাজভবনে গিয়েছিলেন মমতা। সেখান থেকে বেরিয়ে তিনি জানিয়েছিলেন, অভিজিৎ বিনায়কের মা খুব অসুস্থ। হাসপাতালে ভর্তি। পড়ে গিয়ে তাঁর মাথায় চোট লেগেছে। নির্মলার মৃত্যুতে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে শুক্রবার শোকপ্রকাশ করে মমতা লিখেছেন, ‘‘প্রখ্যাত অর্থনীতিবিদ, অধ্যাপিকা তথা নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উনি। আমি গত কাল তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম।’’

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top