মাথাভাঙায় বুনো হাতির থাবায় মৃত্যু হল এক ব্যক্তির। শীতলকুচি এবং মাথাভাঙ্গার শিবপুর এলাকায় হাতির হামলায় ২ ব্যক্তির জখমের পর এবার মাথাভাঙ্গায় হাতির হামলায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের দোলংমোড় সংলগ্ন পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতের টাউড়িকাটা এলাকার।
জানা গেছে, এদিন বয়স প্রায় ৬৫ এর বুদ্ধেশ্বর অধিকারী নামে এক বৃদ্ধ ধানের জমির পাশে ঘাস কাটছিলেন । সেই সময় হঠাৎই একটি হাতি সেখানে চলে আসে। সেই হাতির হামলায় জখম হন তিনি । স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে নিশিগঞ্জ রুরাল হসপিটালে নিয়ে গেলে সেখানে তাকে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। এই ঘটনায় শোকের ছায়া যেমন নেমে এসেছে গোটা এলাকায়। তেমনি আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।
আরও পড়ুনঃ নোবেলজয়ী অভিজিৎ বিনায়কের মা প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য, গতকাল দিনহাটা মাতাল হাটে সারাদিন ঝাঁপিয়ে বেড়ায় ছয়টি বুন হাতির একটি দল, শুক্রবার সকালে সেই হাতি শীতলকুচি এলাকায় দাপিয়ে বেড়াতে শুরু করে। শীতলকুচি এবং পরবর্তীতে মাথাভাঙ্গা শিবপুরে এক ব্যক্তিকে আহত করে এরপর দিক বিদিক হয়ে যায় হাতির দল। জানা যায় মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের দোলংমোড় সংলগ্ন পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতের টাউড়িকাটা এলাকার এক বৃদ্ধ জমিতে ঘাস কাটছিলেন সেই সময়ে হাতি এসে তার উপর আক্রমণ চালায়। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
জানা গেছে, এদিন বয়স প্রায় ৬৫ এর বুদ্ধেশ্বর অধিকারী নামে এক বৃদ্ধ ধানের জমির পাশে ঘাস কাটছিলেন । সেই সময় হঠাৎই একটি হাতি সেখানে চলে আসে। সেই হাতির হামলায় জখম হন তিনি । স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে নিশিগঞ্জ রুরাল হসপিটালে নিয়ে গেলে সেখানে তাকে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। এই ঘটনায় শোকের ছায়া যেমন নেমে এসেছে গোটা এলাকায়। তেমনি আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।
উল্লেখ্য, গতকাল দিনহাটা মাতাল হাটে সারাদিন ঝাঁপিয়ে বেড়ায় ছয়টি বুন হাতির একটি দল, শুক্রবার সকালে সেই হাতি শীতলকুচি এলাকায় দাপিয়ে বেড়াতে শুরু করে। শীতলকুচি এবং পরবর্তীতে মাথাভাঙ্গা শিবপুরে এক ব্যক্তিকে আহত করে এরপর দিক বিদিক হয়ে যায় হাতির দল। জানা যায় মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের দোলংমোড় সংলগ্ন পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতের টাউড়িকাটা এলাকার এক বৃদ্ধ জমিতে ঘাস কাটছিলেন সেই সময়ে হাতি এসে তার উপর আক্রমণ চালায়। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।