অভিষেকের তলব ঘিরে ইডির বিরুদ্ধে কড়া সমালোচনা শিবসেনার

অভিষেকের তলব ঘিরে ইডির বিরুদ্ধে কড়া সমালোচনা শিবসেনার

আজ অর্থাৎ বুধবার দিল্লিতে কেন্দ্রে বিরোধী জোট ইন্ডিয়ার  প্রথম সমন্বয় বৈঠক হওয়ার কথা  (India Alliance)। ওই কমিটির সদস্য হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু এদিনই  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করেছে তাদের কলকাতার অফিসে (সিজিও কমপ্লেক্স)। আর এই ইডি তলব ঘিরে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)।

 

সঞ্জয় এদিন বলেন, ‘ইন্ডিয়া বৈঠক ভেস্তে দেওয়ার জন্যই জোটের সমন্বয় কমিটির সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেছে বেছে বুধবারই ইডি তলব করেছে। এর অর্থ পরিষ্কার। ইন্ডিয়া জোটকে নিয়ে ভয় পাচ্ছে বিজেপি’।

আরও পড়ুনঃ বুধবার ইডি দফতর পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কড়া নিরাপত্তা দফতরের বাইরে

সঞ্জয় জানিয়েছেন, অভিষেকের জন্য আসন খালি রাখা হবে সমন্বয় কমিটির বৈঠকে (India Alliance)। তার মাধ্যমে বার্তা দেওয়া হবে যে বিজেপির অত্যাচারের মুখেও বিরোধী জোটের ঐক্য অটুট রয়েছে।

 

সঞ্জয় রাউত সাংবাদিক বৈঠক করে এ কথা বলতেই বাংলায় বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ‘রতনে রতন চেনে। সঞ্জয় রাউতের বিরুদ্ধে বিপুল পরিমাণ দুর্নীতির অভিযোগ রয়েছে। ইডি হেফাজতেও ছিলেন। ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইন্ডিয়া জোট আসলে দুর্নীতিপরায়ণদের ক্লাব। এরা বাঁচার জন্য একে অপরকে আকড়ে ধরার চেষ্টা করছে’।

 

‘তৃণমূল সূত্রে বলা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জোটের সমন্বয় কমিটির বৈঠকে যেতে না পারায় পরিবর্ত কাউকে পাঠানো হবে না। কারণ, অভিষেক কমিটির সদস্য। বাকি অন্য কেউ সদস্য নন।

 

পর্যবেক্ষকদের অনেকের মতে, সমন্বয় কমিটির বৈঠকের এখনই খুব যে গুরুত্ব রয়েছে তা নয়। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে আসন সমঝোতা খুব বেশি এগোবে বলেও মনে করা হচ্ছে না। তা ছাড়া কংগ্রেসও এ ব্যাপারে সময় কিনতে চাইছে। কারণ, ২৪ নম্বর আকবর রোড আশাবাদী যে মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, রাজস্থানে কংগ্রেস ভাল ফল করবে। সেই পরিস্থিতিতে আসন সমঝোতার আগে তাঁদের অবস্থান মজবুত থাকবে বলেই আশা করছেন কংগ্রেস নেতারা।

 

উল্লেখ্য, একপক্ষের গলায় যখন প্রতিহিংসা, ষড়যন্ত্রের তত্ত্ব। তখন আর এক পক্ষ সরব, ‘দুর্নীতির জবাব চাই, শাস্তি চাই’ এই স্লোগান তুলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নম্বর টু আর তাঁকে কেন্দ্রীয় এজেন্সির তলবের লিস্টটা কিন্তু ছোটখাটো নয় মোটেও। ‘তিনি কারও বাবার চাকর নন। যতবার ডাকবে, ততবারই যেতে হবে নাকি?’ এহেন ক্ষোভের বিস্ফোরণও কিছুদিন আগে দেখা গিয়েছিল, খোদ অভিষেকের গলাতেই। পঞ্চায়েত ভোটপর্বে বারবার তলব করা হয়। গিয়েছিলেন একবার। তারপর আর না।

en.wikipedia.org

en.wikipedia.org