এদিনের সভায় অভিষেকের নিখুঁত পরিকল্পনার ছাপ স্পষ্ট। এদিনের সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। এদিনের সভা করপোরেট সভা। এদিনের সভা হাইটেক হাইভোল্টেজের সভা। এদিনের সভার গায়ে লেগে আছে দিদির স্নেহের পরশ আর অভিষেকের কারিশ্মার ঝলক। বিজ্ঞতার প্রভাব। সোমবারের সভা ছিল ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি, আর ২০২৪-এর ওয়ারম আপ।
নজরুল মঞ্চের চারিদিক শুধু গাড়ি আর গাড়ি। মানুষের পদভারে চারপাশ ছিল কম্পিত। এই প্রতাপ এই দাপট এই গ্রাম দিয়ে নগর ঘেরা সার্থক। প্রতিটি জেলার বাঝাই করা নেতাদের সঙ্গে এসেছেন পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের দক্ষ নেতা কর্মীরা। মনে করার যথেষ্ট কারণ আছে যে এই দুর্ধর্ষ প্রবল প্রতাপশালী বাহিনীর সামনে বিজেপি সিপিএমের কোন প্রতিরোধ খাটবে না। কেউ দাড়াতেই পারবে না। অভিষেক আজ এতটা পরিপক্ক রাজনীতিবিদ যে তার হাতে দলীয় সংগঠনের চেহারাটাই বদলে গেছে।
কলকাতার স্মার্ট সিটিতে আরো স্মার্ট নেতার হাতে পড়ে দলের চেহারাটা আরো উজ্জ্বলতর হয়েছে। এখন দলের মুল কাঠামো ঠিক রেখে দিদির অতুলনীয় ইমেজকে কাজে লাগিয়ে এক উন্নততর ভিন্নতর স্বাদের যোগ করা হয়েছে আজকের তৃণমূলের, রাজ্যবাপী বিস্তৃত একমাত্র দলটির। কার্যত অন্য সব রাজনৈতিক দলকে হাওয়া করে দিয়েছে অনবদ্য এই সাংগঠনিক বিন্যাস।
আরও পড়ুন – স্বামীর ছবিকে সামনে নিয়ে এখনও কাঁদেন নোট বন্দির লাইনে দাঁড়ানো মৃতের স্ত্রী
উল্লেখ্য, এদিনের সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। এদিনের সভা করপোরেট সভা। এদিনের সভা হাইটেক হাইভোল্টেজের সভা। এদিনের সভার গায়ে লেগে আছে দিদির স্নেহের পরশ আর অভিষেকের কারিশ্মার ঝলক। বিজ্ঞতার প্রভাব। সোমবারের সভা ছিল ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি, আর ২০২৪-এর ওয়ারম আপ। নজরুল মঞ্চের চারিদিক শুধু গাড়ি আর গাড়ি। মানুষের পদভারে চারপাশ ছিল কম্পিত। এই প্রতাপ এই দাপট এই গ্রাম দিয়ে নগর ঘেরা সার্থক।
প্রতিটি জেলার বাঝাই করা নেতাদের সঙ্গে এসেছেন পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের দক্ষ নেতা কর্মীরা। মনে করার যথেষ্ট কারণ আছে যে এই দুর্ধর্ষ প্রবল প্রতাপশালী বাহিনীর সামনে বিজেপি সিপিএমের কোন প্রতিরোধ খাটবে না। কেউ দাড়াতেই পারবে না। অভিষেক আজ এতটা পরিপক্ক রাজনীতিবিদ যে তার হাতে দলীয় সংগঠনের চেহারাটাই বদলে গেছে। কলকাতার স্মার্ট সিটিতে আরো স্মার্ট নেতার হাতে পড়ে দলের চেহারাটা আরো উজ্জ্বলতর হয়েছে।