গৃহবধূকে খুনের অভিযোগে, গ্রেপ্তার ৩। এক গৃহবধূকে মারধর করে খুনের অভিযোগ উঠল স্বামী, দুই জা সহ শশুরবাড়ির বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম দিপালী মাঝি (২৪) ওরফে পূজা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে জগৎবল্লভপুর থানার সন্তোষপুরে। ঘটনায় মৃত গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে জগৎবল্লভপুর থানার পুলিশ গৃহবধূর স্বামী প্রত্যূষ মাঝি ও দুই জা আশা মাঝি এবং অনিমা মাঝিকে গ্রেপ্তার করেছে । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গেছে বছর ৯ আগে ডোমজুড়ের বাসিন্দা দিপালীর সঙ্গে জগৎবল্লভপুরের সন্তোষপুরের বাসিন্দা প্রত্যূষ মাঝির বিয়ে হয়। তাদের একটি ছেলে ও একটি মেয়ে আছে। দিপালীর পরিবারের আভিযোগ প্রত্যূষ সেভাবে কিছু করতনা। শশুরবাড়ির টাকায় সংসার চলত। অভিযোগ বিয়ের পর থেকেই নানা কারণে দুজনের মধ্যে অশান্তি লেগেই থাকত। দিপালীর কোন বিবাহ বহির্ভত সর্ম্পক আছে এই নিয়েও প্রত্যূষ তার স্ত্রীকে সন্দেহ করত। জানা গেছে শুক্রবার দিপালী ও তার শশুরবড়ির লোকেরা একটি বিয়েবাড়িতে গিয়েছিল। সেখানে দিপালী একটু সাজগোজ করে যাওয়ায় প্রত্যূষের সন্দেহ হয়। এরপর রাতে বিয়েবাড়ি থেকে বাড়ি ফেরার পরে পুনরায় স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়।
আরও পড়ুন – বিনা নোটিশে জাতীয় সড়কের টোল প্লাজা খোলায় ধুন্ধুমার রায়গঞ্জে
অভিযোগ সেই সময় প্রত্যুষ দিপালীকে মারধর করার পাশাপাশি শ্বসরোধ করে খুন করে। শনিবার সকালে গৃহবধূর জা দিপালীর শশুরবাড়িতে ফোন করে মৃত্যুর বিষয়টি জানায়। এদিকে গৃহবধূর মৃত্যুর খবর পাওয়ার পরেই গৃহবধূর বাপের বাড়ির লোকজন দিপালীর শশুরবাড়িতে এসে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিযুক্তের বাড়ি ও দোকানে ভাঙচুর চালায়। পরে খবরপেয়ে ঘটনাস্থলে আসে জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী। মৃত গৃ্হবধূর স্বামী সহ দুই জা কে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। পরে পুলিস ৩ জনকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গৃহবধূকে খুনের অভিযোগে, গ্রেপ্তার ৩। এক গৃহবধূকে মারধর করে খুনের অভিযোগ উঠল স্বামী, দুই জা সহ শশুরবাড়ির বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম দিপালী মাঝি (২৪) ওরফে পূজা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে জগৎবল্লভপুর থানার সন্তোষপুরে। ঘটনায় মৃত গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে জগৎবল্লভপুর থানার পুলিশ গৃহবধূর স্বামী প্রত্যূষ মাঝি ও দুই জা আশা মাঝি এবং অনিমা মাঝিকে গ্রেপ্তার করেছে । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।