ফের শালবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃনমূল

ফের শালবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃনমূল। প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হওয়ার পর গ্রাম পঞ্চায়েত বোর্ডের দখল নিল তৃনমূল কংগ্রেস। বুধবার বানারহাট ব্লকের শালবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত অফিসে বানারহাট ব্লকের জয়েন্ট বিডিও এর উপস্থিতিতে পঞ্চায়েতের বোর্ড গঠন করে তৃনমূল। প্রধান নির্বাচিত হন তৃনমূলের ধনেশ্বর রায়। তিনি প্রায় দেড় বছর আগে বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দিয়েছিলেন। উপপ্রধান পদের দায়িত্ব পান শিল্পী মন্ডল। তিনি আগের বোর্ডেও উপপ্রধানের দায়িত্বভার সামলে ছিলেন। পঞ্চায়েত ভোট দোরগোরায়, তার আগে বোর্ডের দখল নিতে পারায় স্বস্তিতে তৃনমূল।

 

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে এই গ্রাম পঞ্চায়েতের বোর্ড তৃনমূলের দখলেই ছিল। তবে গত ৫ ই ডিসেম্বর শালবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের পূর্বতন প্রধান কালীপদ রায় বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দেন। এরপর গত ২২ শে ডিসেম্বর প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ করাতে সমর্থ হয় তৃনমূল। এরপর নির্ধারিত সময়সূচী অনুয়ায়ী এদিন বানারহাট ব্লকের জয়েন্ট বিডিও মহাদেব মন্ডলের উপস্থিতিতে ৭ জন পঞ্চায়েত সদস্যের সমর্থনে বোর্ড গঠন করে তৃনমূল। ১১ আসল বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতের বাকি ৪ টি আসন রয়েছে বিজেপির দখলে। প্রধান ও উপপ্রধান কে ফুলের মালা পড়িয়ে স্বাগত জানান তৃনমূল কর্মী ও সমর্থকেরা। মিছিলের আয়োজন করেন তারা।

আরোও পড়ুন –  মুখ্যমন্ত্রীর নজরে এবার প্রবীণরা,নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর

নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধান ধনেশ্বর রায় জানান, ” গ্রাম পঞ্চায়েতের ১১ জন সদস্য কে সাথে নিয়ে আগামী দিনে সরকারী বিভিন্ন পরিসেবা জাতে মানুষের কাছে পৌছে দেওয়া যায় ও এলাকার উন্নয়ন করার আপ্রান চেষ্টা করবো।”

তৃনমূলের শালবাড়ি ২ অঞ্চল কমিটির সভাপতি কবীর হোসেন জানান, ” সংখ্যা গরিষ্ঠতার বিচারে আমরা বোর্ডের দখল নেবো এটা কাঙ্খিত ছিল। আগামী দিনে এই বোর্ড মানুষের হয়ে ও মানুষের জন্য কাজ করবে।”

 

উল্লেখ্য, ফের শালবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃনমূল। প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হওয়ার পর গ্রাম পঞ্চায়েত বোর্ডের দখল নিল তৃনমূল কংগ্রেস। বুধবার বানারহাট ব্লকের শালবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত অফিসে বানারহাট ব্লকের জয়েন্ট বিডিও এর উপস্থিতিতে পঞ্চায়েতের বোর্ড গঠন করে তৃনমূল। প্রধান নির্বাচিত হন তৃনমূলের ধনেশ্বর রায়। তিনি প্রায় দেড় বছর আগে বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দিয়েছিলেন। উপপ্রধান পদের দায়িত্ব পান শিল্পী মন্ডল। তিনি আগের বোর্ডেও উপপ্রধানের দায়িত্বভার সামলে ছিলেন। পঞ্চায়েত ভোট দোরগোরায়, তার আগে বোর্ডের দখল নিতে পারায় স্বস্তিতে তৃনমূল।