কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব মমতা। পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে ঝটিকা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভার এই মঞ্চ থেকে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিভিন্ন পরিষেবা তুলে দেন সাধারণ মানুষের হাতে। বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন। তিনি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে এদিন বলেন, একশো দিনের কাজ থেকে বিভিন্ন প্রকল্প আমরা চালু রেখেছি দিল্লির সরকার সহযোগিতার হাত তুলে নিলেও। মুখ্যমন্ত্রী বলেন, কাজ করিয়ে ১০০ দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র।
বিরোধীদের ভাতে মারার ষড়যন্ত্র করছে বিজেপির সরকার। বিজেপিশাসিত রাজ্যগুলি টাকা পাচ্ছে। কিন্তু বাংলা-সহ বিরোধী রাজ্যগুলিতে বঞ্চনা করা হচ্ছে। বিজেপি যদি দিল্লির সরকারকে নিজস্ব জমিদারি মনে করে, তাহলে ভুল ভাবছে। মনে রাখবেন, ক্ষমতায় আছেন বলে হিরো, ক্ষমতা চলে গেলেই আপনি বিগ জিরো। মমতা বলেন, ভাতে মারার চক্রান্ত হলে আমি মানব না। জানেন তো আমি কীরকম চিজ। চিজ মানে মাখন নয়। তারপর তিনি হুঙ্কার ছাড়েন বাংলার মানুষ ফসল ফলায়, তাদের ভাতে মারা সম্ভভ নয়। আমি বদলা নেব না, তবে বদল আমি করবই। মুর্শিদাবাদের নবাব-গড় থেকে দিল্লির সরকার পরিবর্তনের স্লোগান তুললেন তিনি।
উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে ঝটিকা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভার এই মঞ্চ থেকে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিভিন্ন পরিষেবা তুলে দেন সাধারণ মানুষের হাতে। বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন। তিনি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে এদিন বলেন, একশো দিনের কাজ থেকে বিভিন্ন প্রকল্প আমরা চালু রেখেছি দিল্লির সরকার সহযোগিতার হাত তুলে নিলেও। মুখ্যমন্ত্রী বলেন, কাজ করিয়ে ১০০ দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র।
আরও পড়ুন – গ্রাম বাংলার বুক থেকে হারিয়ে যাচ্ছে ঢেঁকি
বিরোধীদের ভাতে মারার ষড়যন্ত্র করছে বিজেপির সরকার। বিজেপিশাসিত রাজ্যগুলি টাকা পাচ্ছে। কিন্তু বাংলা-সহ বিরোধী রাজ্যগুলিতে বঞ্চনা করা হচ্ছে। বিজেপি যদি দিল্লির সরকারকে নিজস্ব জমিদারি মনে করে, তাহলে ভুল ভাবছে। মনে রাখবেন, ক্ষমতায় আছেন বলে হিরো, ক্ষমতা চলে গেলেই আপনি বিগ জিরো। মমতা বলেন, ভাতে মারার চক্রান্ত হলে আমি মানব না। জানেন তো আমি কীরকম চিজ। চিজ মানে মাখন নয়। তারপর তিনি হুঙ্কার ছাড়েন বাংলার মানুষ ফসল ফলায়, তাদের ভাতে মারা সম্ভভ নয়। আমি বদলা নেব না, তবে বদল আমি করবই।