জানুয়ারিতে বাংলায় চারটি সভা করবে অমিত শাহ ও নাড্ডা জুটি. নতুন বছর শুরু হয়ে গিয়েছে। তৃনমূল জনসংযোগের কথা জানিয়ে দিয়েছে। এই অবস্থায় জানুয়ারিতে বাংলায় সভা করতে আসছেন অমিত শাহ ও নাড্ডা জুটি।তারা এই মাসে চারটি সভা করবেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, চলতি মাসে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বীরভূমে সভা করতে পারেন।বীরভূমের তারাপীঠে গিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে বাংলায় সভা শুরু করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বীরভূম ছাড়াও হুগলির আরামবাগেও ওই সফর হতে পারেএছাড়াও আরও দুটি লোকসভা কেন্দ্রে এই সভা হবে।সেই সভা কোথায় হবে, কী ভাবে তার প্রস্তুতি নেওয়া হবে, সেই সংক্রান্ত কিছু বিষয় নিয়ে তোড়জোড় চলছে।
সোমবার সেজন্য প্রস্তুতি-বৈঠকেরও আয়োজন করা হয় বীরভূমের দলীয় কার্যালয়ে। সেখানে হাজির ছিলেন বিজেপির একাধিক সাংসদ সহ একাধিক বিজেপি নেতৃত্বরা।
বৈঠক শেষে এক বিজেপির সংসদ জানান, বিজেপির শীর্ষ নেতৃত্ব আগামী লোকসভা নির্বাচনে আরও বেশি আসন জিততে বদ্ধপরিকর। সেই লক্ষ্যে তাঁদের নজর বাংলার দিকে।বাংলায় তাঁরা আরও বেশি আসনের লক্ষ্যমাত্রাও বেঁধে দিয়েছেন। এ কথা ইতিমধ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের মাধ্যমে বাংলার নেতাদেরও জানিয়ে দেওয়া হয়েছে।সেই মত নতুন বছরে বাংলায় আসছেন অমিত শাহ। বীরভূমে সভা করবেন তিনি।
আরও পড়ুন – নোটবন্দির সিদ্ধান্ত নিয়ে আদালতে বিচারপতির দ্বিমত পোষণ করেন
প্রসঙ্গত, এই বছরেরই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে। তারপর ২০২৪ সালে লোকসভা নির্বাচন রয়েছে। এই প্রেক্ষাপটে বছরের শুরুতেই জানুয়ারি মাসে বাংলার চারটি লোকসভা কেন্দ্রে সভা করবেন দু’জনে বলে সূত্রের খবর। ২০২৩ সালেই হবে পঞ্চায়েত ভোট। তারপর আছে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। এই দুই নির্বাচনকে সামনে রেখে অমিত–নড্ডা জুটি প্রচারে আসছেন বাংলায়।যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। জানুয়ারিতে বাংলায়