অবলা প্রাণী কে ধারালো অস্ত্র দিয়ে কোপ, অভিযোগের তীর এক চাষীর বিরুদ্ধে

অবলা প্রাণী কে ধারালো অস্ত্র দিয়ে কোপ, অভিযোগের তীর এক চাষীর বিরুদ্ধে। একটি ষাঁড়ের পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার ঘটনায় উত্তেজনা এলাকায়। অভিযোগের তীর প্রতিবেশী এলাকার এক চাষীর বিরুদ্ধে। নদীয়ার শান্তিপুরের ১৬ নম্বর ওয়ার্ডের চর সারাগড় এলাকার ঘটনা। স্থানীয়দের অভিযোগ, শনিবার সকালেও এলাকায় ঘুরে বেড়াচ্ছিল ষাড় টি, বেশ কয়েক ঘন্টা বাদে রক্তাক্ত অবস্থায় ষাড়টি মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা ছুটে গিয়ে দেখে ষাড়টির পায়ে ধারালো অস্ত্রের কোপ দেখা যাচ্ছে, এছাড়াও প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যেই ষাড়টি গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

 

স্থানীয়রা জানতে পারে প্রতিবেশী এলাকার এক চাষী ষাড়টির পায়ে কোপ মারে। স্থানীয়দের দাবি, গোটা এলাকার মানুষ ষাড়টিকে খেতে দিত, তবে মাঝেমধ্যে চাষের জমিতে গিয়ে উৎপাত করলেও খুব একটা ক্ষয়ক্ষতি করত না। ওই চাষির চাষের জমিতে গিয়ে যদি ক্ষয়ক্ষতি করে থাকে তাহলে ষাড়টিকে লাঠি দিয়ে মারতে পারতো, কেন ধারালো অস্ত্র দিয়ে পায়ে কোপ মারা হলো। অবলা প্রাণীর উপর এভাবে অত্যাচার আমরা কিছুতেই মেনে নেব না।

আরও পড়ুন – বিনা নোটিশে জাতীয় সড়কের টোল প্লাজা খোলায় ধুন্ধুমার রায়গঞ্জে

যদিও খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ এরপর স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি খতিয়ে জানার চেষ্টা করে। তবে স্থানীয়দের তৎপরতায় ষাড়টির চিকিৎসার জন্য করা হয় ডাক্তারের ব্যবস্থা। বর্তমানে আহত ষাড়টির চিকিৎসা চলছে। যদিও খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যায় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা, তিনিও এই ঘটনার তীব্র নিন্দা করে জানান অবিলম্বে ওই চাষির বিরুদ্ধে আইনআনুক ব্যবস্থা নেয়া উচিত।

 

উল্লেখ্য, অবলা প্রাণী কে ধারালো অস্ত্র দিয়ে কোপ, অভিযোগের তীর এক চাষীর বিরুদ্ধে। একটি ষাঁড়ের পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার ঘটনায় উত্তেজনা এলাকায়। অভিযোগের তীর প্রতিবেশী এলাকার এক চাষীর বিরুদ্ধে। নদীয়ার শান্তিপুরের ১৬ নম্বর ওয়ার্ডের চর সারাগড় এলাকার ঘটনা। স্থানীয়দের অভিযোগ, শনিবার সকালেও এলাকায় ঘুরে বেড়াচ্ছিল ষাড় টি, বেশ কয়েক ঘন্টা বাদে রক্তাক্ত অবস্থায় ষাড়টি মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা ছুটে গিয়ে দেখে ষাড়টির পায়ে ধারালো অস্ত্রের কোপ দেখা যাচ্ছে, এছাড়াও প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যেই ষাড়টি গুরুতর অসুস্থ হয়ে পড়ে।