বিপুল পরিমানে কচ্ছপ উদ্ধার

বিপুল পরিমানে কচ্ছপ উদ্ধার । পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবার সময় উদ্ধার হলো কচ্ছপ। পুলিশের নজরদারি এড়াতে বিপুল পরিমাণ কচ্ছপ সহ একটি পিক আপ ভ্যান ফেলে পালাল পাচারকারিরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের দেওয়ানদীঘি থানার তালিত রেলগেট এলাকায়। পুলিশ ও আর পি এফ সূত্রে জানা গেছে, গাড়িটিতে প্রায় ৩০ টি ব্যাগে ৭৫২টি কচ্ছপ নিয়ে যাওয়া হচ্ছিল। এরমধ্যে দেওয়ানদীঘি থানার পুলিশ ২২টি ও পরে আর পি এফ আরো ৭টি ব্যাগ ভর্তি কচ্ছপ উদ্ধার করেছে। যদিও পাচারকারীরা সবাই পালিয়ে যাওয়ায় কাউকেই ধরতে পারেনি পুলিশ।

 

আর পি এফ সূত্রে জানা গেছে, ৭টি ব্যাগে মোট ১৮৪টি কচ্ছপ ছিল। অন্যদিকে দেওয়ানদীঘি থানা সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ২২টি ব্যাগে মোট ৫৬৮টি কচ্ছপ পাওয়া গেছে। কচ্ছপ উদ্ধারের পর পুলিশ ও আরপিএফ বন দপ্তরকে খবর দিলে বন দপ্তরের অফিসার ও উদ্ধারকারী দলের কর্মীরা কচ্ছপগুলো নিজেদের হেফাজতে নিয়ে আসেন রমনা বাগানে। বন দপ্তরের বর্ধমান রেঞ্জের রেঞ্জ অফিসার কাজল বিশ্বাস বলেন, যেভাবে কচ্ছপগুলো কে নিয়ে যাওয়া হচ্ছিল তাতে বেশ কিছু কচ্ছপের আঘাত থাকতে পারে বলে অনুমান। তাই সবকটি কচ্ছপ কে প্রাথমিক চিকিৎসার মধ্যে রাখা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বুঝে কচ্ছপগুলো কে প্রকৃতি তে ছেড়ে দেওয়া হবে।

আরও পড়ুন – বিনা নোটিশে জাতীয় সড়কের টোল প্লাজা খোলায় ধুন্ধুমার রায়গঞ্জে

উল্লেখ্য, পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবার সময় উদ্ধার হলো কচ্ছপ। পুলিশের নজরদারি এড়াতে বিপুল পরিমাণ কচ্ছপ সহ একটি পিক আপ ভ্যান ফেলে পালাল পাচারকারিরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের দেওয়ানদীঘি থানার তালিত রেলগেট এলাকায়। পুলিশ ও আর পি এফ সূত্রে জানা গেছে, গাড়িটিতে প্রায় ৩০ টি ব্যাগে ৭৫২টি কচ্ছপ নিয়ে যাওয়া হচ্ছিল। এরমধ্যে দেওয়ানদীঘি থানার পুলিশ ২২টি ও পরে আর পি এফ আরো ৭টি ব্যাগ ভর্তি কচ্ছপ উদ্ধার করেছে। যদিও পাচারকারীরা সবাই পালিয়ে যাওয়ায় কাউকেই ধরতে পারেনি পুলিশ।

 

আর পি এফ সূত্রে জানা গেছে, ৭টি ব্যাগে মোট ১৮৪টি কচ্ছপ ছিল। অন্যদিকে দেওয়ানদীঘি থানা সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ২২টি ব্যাগে মোট ৫৬৮টি কচ্ছপ পাওয়া গেছে। কচ্ছপ উদ্ধারের পর পুলিশ ও আরপিএফ বন দপ্তরকে খবর দিলে বন দপ্তরের অফিসার ও উদ্ধারকারী দলের কর্মীরা কচ্ছপগুলো নিজেদের হেফাজতে নিয়ে আসেন রমনা বাগানে। বন দপ্তরের বর্ধমান রেঞ্জের রেঞ্জ অফিসার কাজল বিশ্বাস বলেন, যেভাবে কচ্ছপগুলো কে নিয়ে যাওয়া হচ্ছিল তাতে বেশ কিছু কচ্ছপের আঘাত থাকতে পারে বলে অনুমান।