জেল হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডল

জেল হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডল,গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত  অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)  আদালতের নির্দেশে দিল্লির তিহাড় জেলে (Tihar Jail)বন্দি ছিলেন। সোমবার সকাল থেকে অনুব্রতর (Anubrata Mondal) শ্বাসকষ্ট বেড়ে যায়। দুপুরে তাঁকে (Anubrata Mondal) জেলের হাসপাতালেই ভর্তি করানো হয়। শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করানো হল অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। গরু পাচার মামলায় আদালতের নির্দেশে তিনি (Anubrata Mondal) আপাতত দিল্লির তিহাড় জেলে (Tihar Jail) বন্দি রয়েছেন। সোমবার সকাল থেকে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। দুপুরে তাঁকে জেলের হাসপাতালেই ভর্তি করানো হয়।

 

 

 

 

 

হাসপাতালে ভর্তির পর অক্সিজেন দেওয়া হয়েছে তৃণমূল নেতাকে (Anubrata Mondal)। তবে সব মিলিয়ে তাঁর শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল।

 

 

 

 

আরও পড়ুন – জিতেন্দ্র তিওয়ারিকে এক দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল আসানসোল আদালত

 

 

গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত (Anubrata Mondal) দীর্ঘ দিন আসানসোল জেলে ছিলেন। পরবর্তী কালে ইডির আবেদনের ভিত্তিতে তাঁকে (Anubrata Mondal) দিল্লিতে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু দিন জেল হেফাজতে থাকার পর, এই মুহূর্তে বিচারবিভাগীয় হেফাজতে তিনি (Anubrata Mondal) তিহাড়ে রয়েছেন। গত শনিবার তিহাড়  (Tihar Jail) থেকে আসানসোল জেলে ফিরতে চেয়ে দিল্লির আদালতে আবেদনও করেছেন তাঁর (Anubrata Mondal) আইনজীবী। আদালত এখনও এ নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। তবে  তাঁর (Anubrata Mondal) শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল।

 

 

(সব খবর , ঠিক খবর প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং Youtube )