ফের পিছল শুনানি ! অনুব্রতর দিল্লি যাওয়া নিয়ে প্রশ্ন রয়েই গেল

ফের পিছল শুনানি ! অনুব্রতর দিল্লি যাওয়া নিয়ে প্রশ্ন রয়েই গেল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফের পিছল শুনানি !অনুব্রতর দিল্লি যাওয়া নিয়ে প্রশ্ন রয়েই গেল,গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল বর্তমানে আসানসোল জেলে বন্দি রয়েছেন।  তাঁকে দিল্লি নিয়ে যেতে চায় ইডি। বৃহস্পতিবার অর্থাৎ আজ শুনানি হল না অনুব্রতর মামলার। একবার নয়, পরপর বেশ কয়েকবার দিল্লি হাইকোর্টে (Delhi High Court) পিছিয়ে গেল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মামলার শুনানি। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেল অনুব্রত মণ্ডল। এই আদালতের রায়ের ওপরেই নির্ভর করছে, অনুব্রতকে ইডি (ED) দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে কি না। সেই মামলার শুনানি বারবার পিছিয়ে যাওয়ায় অনুব্রতকে আপাতত দিল্লি যেতে হচ্ছে না। যে বিচারপতির বেঞ্চে মামলা চলছে, সেই বিচারপতি দীনেশ কুমার শর্মা ছুটিতে থাকায় বৃহস্পতিবার শুনানি হল না। তবে অনুব্রতর আইনজীবীরা জানিয়েছেন, বিচারপতি জয়রাম ভাম্বানির বেঞ্চে তাঁরা জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানাতে পারেন।

 

 

প্রথমে বিচারপতি জয়রাম ভাম্বানির বেঞ্চেই শুনানি হওয়ার কথা ছিল অনুব্রতর মামলার। কিন্তু অনুব্রতর আইনজীবী কপিল সিব্বল আবেদন জানানোয় সেই মামলায় বিচারপতি দীনেশ কুমার শর্মার বেঞ্চে পাঠানো হয়। আর সেই বেঞ্চেই বারবার শুনানি পিছিয়ে যাওয়ায়, অনুব্রতর দিল্লি যাওয়া নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

 

 

 

দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত নির্দেশ দিয়েছিল, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারে। সেই মতো তোড়জোড়ও শুরু হয়। কিন্তু রামপুরহাটের এক তৃণমূল কর্মীর করা পুরনো অভিযোগের ভিত্তিতে অনুব্রতকে আচমকা গ্রেফতার করে রাজ্য পুলিশ। ফলে দিল্লি যাওয়া পিছিয়ে যায়। এরই মধ্যে দিল্লি হাইকোর্টে আবেদন করেন অনুব্রত মণ্ডল ।

 

আরও পড়ুন –  বিশ্বভারতীতে বেনজির সংঘাত! প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন মুখ্যমন্ত্রী

 

এছাড়া ইডি-র গ্রেফতারির বৈধতা নিয়েও প্রশ্ন তুলেও হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। সেই মামলাও চলছে হাইকোর্টে। বর্তমানে আসানসোল জেলে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সিবিআই-এর হাতেই প্রথমে গ্রেফতার হয়েছিলেন তিনি। পরে ইডি তাঁকে শ্যোন অ্যারেস্ট করে। অনুব্রতর দাবি, তাঁর গ্রেফতারির কোনও নথিপত্র পেশ করা হয়নি। অর্থাৎ অনুব্রতর দিল্লি যাওয়া নিয়ে প্রশ্ন রয়েই গেল! ফের পিছল শুনানি

 

(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top