সিকিমে প্রবল তুষারপাত, আটকে কমবেশি ৯০০ পর্যটক, উদ্ধারকাজে নামানো হল সেনা

সিকিমে প্রবল তুষারপাত, আটকে কমবেশি ৯০০ পর্যটক, উদ্ধারকাজে নামানো হল সেনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সিকিমে প্রবল তুষারপাত, আটকে কমবেশি ৯০০ পর্যটক, উদ্ধারকাজে নামানো হল সেনা,প্রবল তুষারপাতের জেরে পাহাড়ি রাস্তায় আটকে পড়লেন বহু পর্যটক। শনিবার বিকেল থেকে সিকিমের আবহাওয়া খারাপ হতে শুরু করে। সূর্যাস্তের সময় থেকে প্রবল তুষারপাতের জেরে পূর্ব সিকিমের নাথুলা ও ছাঙ্গুতে আটকে পড়েন পর্যটকেরা। তুষারপাতের জেরে ১৫ মাইল এলাকায় অন্তত ১১৩টি গাড়িতে কমবেশি ৯০০ পর্যটক আটকে পড়েছিলেন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। রাতেই সেনাবাহিনীর উদ্ধারকারী দল ওই এলাকায় রওনা দিয়েছিল।

 

 

 

এক পুলিশ আধিকারিক জানান, নাথুলা ও ছাঙ্গু থেকে সিকিমের দিকে ফেরার পথে তুষারপাতে বহু গাড়ি আটকে পড়ে। এখন বরফ সরানোর কাজ চলছে। রাত সাড়ে ৯টা পর্যন্ত ১৫টি গাড়িকে উদ্ধার করা হয়েছে। আটকে পড়া অনেককেই উদ্ধার করে নিকটবর্তী সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়েছে। সেনার চিকিৎসকেরা তাঁদের শুশ্রূষা করছেন। খাবারের ব্যবস্থাও করা হয়েছে।

 

আরও পড়ুন – বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দিন ধরে সহবাসের পর বিধবার টাকাপয়সা-গয়নাগাটি হাতিয়ে চম্পট!…

 

 

তুষারপাতের জেরে ১৫ মাইল এলাকায় অন্তত ১১৩টি গাড়িতে কমবেশি ৯০০ পর্যটক আটকে পড়েছিলেন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। রাতেই সেনাবাহিনীর উদ্ধারকারী দল ওই এলাকায় রওনা দিয়েছিল। সূত্রের দাবি, রাত ১১টার মধ্যে অনেককে উদ্ধার করে ৪২ কিলোমিটার দূরে গ্যাংটকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে এখনও বহু পর্যটক সেখানে আটকে রয়েছেন। সেনার চিকিৎসকেরা তাঁদের শুশ্রূষা করছেন। খাবারের ব্যবস্থাও করা হয়েছে। সিকিমে প্রবল তুষারপাত, আটকে কমবেশি ৯০০ পর্যটকl

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহর্তে ফলে করুন  Facebook পেজ এবং Youtube  )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top