ডেঙ্গু আতঙ্কে এদিন বামনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে মশা বাহিত রোগ বিষয়ক সচেতনতা শিবির করলেন প্রশাসন

ডেঙ্গু আতঙ্কে এদিন বামনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে মশা বাহিত রোগ বিষয়ক সচেতনতা শিবির করলেন প্রশাসন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ডেঙ্গু আতঙ্কে এদিন বামনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে মশা বাহিত রোগ বিষয়ক সচেতনতা শিবির করলেন

মালদাঃ জেলা জুড়ে আতঙ্কে রয়েছে ডেঙ্গু নিয়ে সেই নিয়ে এদিন বামনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে মশা বাহিত রোগ বিষয়ক সচেতনতা শিবির করলেন ব্লক প্রশাসনে আধিকারিকেরা এদিন বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের, শিলটানী ছোটপাথারী প্রাথমিক বিদ্যালয়ে এলাকার মানুষসহ বিদ্যালয় এর ছোট ছোট পড়ুয়াদের নিয়ে একটি সচেতন শিবির করা হয়।স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে জেলার বিভিন্ন ব্লগে চলছে ডেঙ্গু দমনের সচেতন শিবির।

আরও পড়ুন: রাজ্যপালের সিদ্ধান্তে পুজোর আগে হলো না মন্ত্রী বিধায়কদের বেতন বৃদ্ধির বিল পাশ

সেই পরিপ্রেক্ষিতে সোমবার বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের শিলটানি ছোটপাথারি প্রাথমিক বিদ্যালয়,সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে ওই এলাকার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের কাছে সচেতন শিবির যেমন বাড়ির আশেপাশে কোন জায়গায় যাতে জল জমা না হয়, এছাড়াও ফুলের টব,বাড়ির ছাদ সহ কোন জায়গায় জল না জমা থাকে এবং জ্বর হলে হসপিটালে যোগাযোগ করতে বলা হয়। তানিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতন করা হয়।

 

এছাড়াও ওই এলাকার বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।তার পাশাপাশি ঐ এলাকার যে সমস্ত লোক ডেঙ্গুর আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে মশারি বিতরণ করা হয়।এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লকের জয়েন্ট বিডিও,হাসনাত আলী, বামনগোলা পঞ্চায়েত সমিতির নারী,শিশু ও ত্রাণ দপ্তরের কর্মাধ্যক্ষ রাজিতা কিস্কু, চাঁদপুর অঞ্চলের প্রধান পাপিয়া ঢালী সরকার সহ গ্রাম পঞ্চায়েত সহ ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা।

 

অন্যদিকে, পুজোর আগে যেভাবে ডেঙ্গুর আতঙ্ক ছড়াচ্ছে সেই দিকে নজর রেখে এবার পুজোর আগে র‍্যালির মাধ্যমে ডেঙ্গু নিয়ে সচেতন করলেন, হবিবপুর ব্লকের আইহো উচ্চ বালিকা বিদ্যালয়ের তরফে।সোমবার দুপুরে র‍্যালিটি বের হয় আইহো উচ্চ বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের হাতে ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আইহো অঞ্চলের বিভিন্ন গ্রামের মধ্যে দিয়ে এই র‍্যালিটি করা হয়।এলাকার সাধারণ মানুষকে সচেতন করতে ছাত্রী থেকে শুরু করে শিক্ষিকারা সকলেই,এলাকার বাসিন্দাদের বাড়ির মহিলাদের সচেতন করেন। কিভাবে ডেঙ্গু হয় এবং কি করলে ডেঙ্গু দূর হবে সেই সব বিষয় নিয়ে এলাকার সাধারণ মানুষকে সচেতন করা হয়।এদিন এই র‍্যালিতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকা ও ছাত্রীরা।এই বিষয়ে সহ শিক্ষিকা মনশ্রী হাজরা বলেন, আজ আইহো বালিকা বিদ্যালয় তরফ থেকে একটি র‍্যালি বের করা হয় এই রালি মাধ্যমে স্কুলে আশেপাশে এলাকার মানুষকে সচেতন করা হয় ডেঙ্গু নিয়ে যেভাবে ডেঙ্গু ছড়াচ্ছে তা নিয়ে এলাকার সাধারণ মানুষ যেন সচেতন থাকে সুস্থ থাকে সে বিষয়ে তাদেরকে জানানো হয়। এছাড়াও আমাদের স্কুলে দৈনিক ছাত্রীদের ডেঙ্গু নিয়ে সচেতন করা হয় যাতে তাদের বাড়ি আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা, জমা জল না রাখে।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top