বালুরঘাট (Balurghat) পুর বোর্ডের চেয়ারম্যানে পদে দায়িত্বভার নিয়ে কি বললেন শেখর দাশগুপ্ত

বালুরঘাট (Balurghat) পুর বোর্ডের চেয়ারম্যানে পদে দায়িত্বভার নিয়ে কি বললেন শেখর দাশগুপ্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Balurghat
বালুরঘাট (Balurghat) পুর বোর্ডের চেয়ারম্যানে পদে দায়িত্বভার নিয়ে কি বললেন শেখর দাশ
ছবি সংগ্রহ ; সাইন টিভি

বালুরঘাট (Balurghat) পুরসভা নিরপেক্ষভাবেই চলবে”নতুন প্রশাসক বোর্ডের চেয়ারম্যানে পদে দায়িত্বভার গ্রহণ করে বললেন শেখর দাশগুপ্ত।

 

এদিন বালুরঘাট পুরসভার বিদায়ী প্রশাসক বোর্ডের বিদায়ী চেয়ারম্যান হরিপদ সাহা নবনিযুক্ত চেয়ারম্যান শেখর দাশগুপ্ত-র হাতে দায়িত্বভার তুলে দেন।দায়িত্বভার হস্তান্তরের প্রক্রিয়াটি সম্পন্ন হয় বালুরঘাট পৌরসভার নিজস্ব সভাগৃহ সূবর্ণতটে। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এবং চেয়ারম্যান যথাক্রমে উজ্বল বসাক ও নিখিল সিংহ রায়।

 

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগর উন্নয়ন দপ্তর গত ১৬ আগস্ট বিজ্ঞপ্তি জারি করে বালুরঘাট পৌরসভার পরিচালনার জন্য ৯ সদস্যের প্রশাসক বোর্ড গঠনের কথা জানায়। যেখানে শেখর দাশগুপ্ত-কে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান এবং মমতা বর্মণ-কে বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান নিযুক্ত করার কথা জানানো হয় সরকারের পক্ষ থেকে। সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর বুধবার শেখর দাশগুপ্ত বালুরঘাট (Balurghat) পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন।

 

বিদায়ী প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হরিপদ সাহা বলেন, ক্ষনিকের অতিথি হিসাবে জানিনা কতটা কাজ সম্পন্ন করতে পেরেছি তবে বাসনা ছিল বালুরঘাট পৌরসভাকে একটা ভালো পরিবেশে আনব, কতটা করতে পেরেছি সেটা বালুরঘাটবাসী বলতে পারবে।

 

আর ও পড়ুন  ঢাকার আর্টিজান জঙ্গি হামলার ঘটনা নিয়ে এবার সিনেমা (Cinema) হচ্ছে বলিউডে (Bollywood)

 

অপরদিকে দায়িত্বভার গ্রহণ করে শেখর দাশগুপ্ত বলেন ,আমি আমার সহযোগী সবাইকে নিয়ে চেষ্টা করব মর্যাদা রাখার, সাধারণ মানুষদের পরিষেবা যতটা সম্ভব দেওয়ার প্রতিশ্রতি আমি দিচ্ছি।

 

তিনি আরও বলেন, আশা করি বালুরঘাটের (Balurghat) মানুষদের জন্য পৌরসভা আরও উন্মুক্ত করে দিতে পারব আমি যাতে সমস্ত মানুষের বিভিন্ন ধরনের সমস্যা আমরা সুরাহা করতে পারি। চেয়ারম্যান হিসাবে কোন বিষয়গুলিকে অগ্রাধিকার দেবেন এই প্রশ্নের উত্তরে শেখর দাশগুপ্ত বলেন আমি সবার সাথে বসে অগ্রাধিকার যাতে কি বিষয়ে দেওয়া যায় সেটা যেমন আলোচনা করব। একইসাথে তিনি এও জানান পৌর কর্মচারীদের উজ্বল ভূমিকা তিনি তুলে ধরার চেষ্টা করবেন।

 

অপরদিকে বালুরঘাট পৌরসভার নির্বাচিত পৌর বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও বারবার পৌরসভা চালনার জন্য প্রশাসক বোর্ড গঠন প্রসঙ্গে বালুরঘাট পৌরসভার নির্বাচিত বিদায়ী পৌরবোর্ডের বিরোধী দলনেত্রী সুচেতা বিশ্বাস সরকারের বিরুদ্ধে তোপ দেগে এদিন বলেন নির্বাচন না করার জন্যই বারবার পৌর প্রশাসক বসানো হচ্ছে। তিনি পৌরনির্বাচন করানোর দাবী তুলে বলেন পৌরপ্রতিনিধি ছাড়া পৌরসভা মুখ থুবড়ে পড়বে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top