ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ, শ্রীঘরে তিন যুবক

ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ, শ্রীঘরে তিন যুবক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ, শ্রীঘরে তিন যুবক। বসিরহাটের হাড়োয়া থানার হাড়োয়া-রাজারহাট রোডের অর্জুনতলা এলাকার ঘটনা। অভিযোগ, গত কয়েক মাস ধরে এলাকায় তিন যুবক ভুয়ো পুলিশ (Fake Police) আধিকারিক পরিচয় দিয়ে এলাকায় তোলাবাজি করছিলেন । দীর্ঘদিন ধরে এই অভিযোগ আসছিল হাড়োয়া থানার পুলিশের কাছে। ওই তিন যুবকের ছবি পেয়ে নাম ও পরিচয় জানার চেষ্টা করছিল পুলিশ। হাড়োয়া থানার পুলিশ আধিকারিক বাপ্পা মিত্রের কাছে গোপন সূত্রে খবর আসে ওই তিন যুবক উত্তর ২৪ পরগনার রাজারহাট এলাকায় রয়েছে। সেই খবর মতো রাজারহাটের একটি গোপন আশ্রয় থেকে ওই তিন যুবককে গ্রেফতার করে হাড়োয়া ও রাজারহাট থানার যৌথ পুলিশ বাহিনী।

 

 

 

 

 

ধৃত তিন যুবককে বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। বিচারকের কাছে ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে হাড়োয়া থানার পুলিশ। এই তিন জন যুবকের সঙ্গে বড়সড় প্রতারণা চক্রের যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

 

 

আরও পড়ুন – ফের শিরোনামে নন্দীগ্রাম থানা, আইসি বদল, নতুন দায়িত্ব পেলেন তুহিন বিশ্বাস

 

 

আরও পড়ুন – দুর্নীতি নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ রাজ্যপালের, রাজভবনে খোলা হল অ্যান্টি কোরাপশন সেল, কি…

 

 

হাড়োয়া থানার পুলিশ আধিকারিক বাপ্পা মিত্রের কাছে গোপন সূত্রে খবর আসে ওই তিন যুবক উত্তর ২৪ পরগনার রাজারহাট এলাকায় রয়েছে। সেই খবর মতো রাজারহাটের একটি গোপন আশ্রয় থেকে ওই তিন যুবককে গ্রেফতার করে হাড়োয়া ও রাজারহাট থানার যৌথ পুলিশ বাহিনী। ধৃতরা হলেন নিউ বারাকপুরের বাসিন্দা বাবু দত্ত ও সুমন মিস্ত্রি এবং জগদ্দলের বাসিন্দা অমিত কুমার তাঁতি। তাঁরা তিন জন বেশ কিছুদিন ধরে বসিরহাটের বিভিন্ন প্রান্তে পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজি করেছিলেন। তিন জন যুবকের সঙ্গে বড়সড় প্রতারণা চক্রের যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

(সব খবর, ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top