ফের শিরোনামে নন্দীগ্রাম থানা, আইসি বদল, নতুন দায়িত্ব পেলেন তুহিন বিশ্বাস

ফের শিরোনামে নন্দীগ্রাম থানা, আইসি বদল, নতুন দায়িত্ব পেলেন তুহিন বিশ্বাস। পঞ্চায়েত নির্বাচনের মুখেই আইসি পজে থাকা সুমন রায়চৌধুরী ছুটিতে গিয়েছিলেন। সেই ছুটি নিয়ে প্রশ্নও উঠেছিল। পরে ভোটের দিন রাতে আবারও থানায় দায়িত্বে ফেরেন তিনি। এবার সেই সুমন রায়চৌধুরীকে নন্দীগ্রামের আইসি পদ থেকে সরানো হল। নতুন দায়িত্ব পেলেন তুহিন বিশ্বাস। মঙ্গলবার এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে। তবে কী কারণে এই বদলি, তা উল্লেখ করা হয়নি।

 

 

 

 

 

 

নন্দীগ্রাম থানার আইসি সুমন রায় চৌধুরীকে পাঠানো হচ্ছে তমলুক পুলিশ লাইনে। তার পরিবর্তে হাওড়া জিআরপি থেকে নন্দীগ্রাম থানায় আইসি-র দায়িত্ব পাচ্ছে তুহিন বিশ্বাস। আগেও তুহিন বাবু নন্দীগ্রাম থানার আই সি ছিলেন। জানা গিয়েছে নন্দীগ্রাম থানা হওয়ার পর প্রথম আইসি ছিলেন তুহিন বিশ্বাস।

 

 

 

 

মঙ্গলবারই রাজ্যের আরও কয়েকজন আইপিএসের বদলির নির্দেশিকা দেওয়া হয়েছে। আইপিএস সঞ্জয় সিং কারেকশনাল সার্ভিসের এডিজি পদ থেকে বদলি হয়ে যাচ্ছেন আর্মড পুলিশের এডিজি পদে। তাঁর জায়গায় কারেকশনাল সার্ভিসের এডিজি পদ পেলেন আইপিএস লক্ষ্মী নারায়ণ মীনা। সিআইডি-র আইজি পদ থেকে সরে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার হচ্ছেন আইপিএস সুনীল কুমার চৌধুরী আর আসানসোল-দুর্গাপুরের সিপি পদ থেকে সরে ওএসডি পদে যাচ্ছেন আইপিএস সুধীর কুমার নীলকান্তম।

 

 

 

আরও পড়ুন – হেরিটেজ তকমা পেল মুর্শিদাবাদের নিমতিতার জমিদার বাড়ি, সত্যজিৎ রায়ের ‘জলসাঘর’ তৈরি হয়েছিল…

 

আরও পড়ুন –  বিতর্কে নুসরত জাহান! একই দোষে গ্রেফতার হন তাঁর সঙ্গী কিন্তু বার বার…

 

 

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে হঠাৎই ছুটিতে গিয়েছিলেন সুমন রায় চৌধুরী। ভোটের তিন দিন আগে ওই থানায় দায়িত্ব দেওয়া হয়েছিল কাশীনাথ চৌধুরীকে। ভোটের দিন রাতে আবারও কাজে যোগ দেন সুমন রায় চৌধুরী। ভোটের মুখে কেন এভাবে আইসি ছুটি নিলেন? সেই প্রশ্ন উঠেছিল।

 

(সব খবর, ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)