রঘুনাথগঞ্জ২ ব্লকের বিডিওকে ডেপুটেশন বামফ্রন্টের। আবাস দুর্নীতি, তোলাবাজি এবং তালিকা থেকে নাম কাটার প্রতিবাদে ও বাড়ি পাইয়ে দেওয়ার দাবিতে রঘুনাথগঞ্জ২ ব্লকের বিডিওকে ডেপুটেশন দিল সিপিএমের এক প্রতিনিধি দল। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিএমের জঙ্গিপুর এরিয়া কমিটি।
উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য এরিয়া কমিটির সদস্য সোমনাথ সিংহ, ডিওয়াইএফআই যুব সভাপতি মিজানুর রহমান, জঙ্গিপুর এরিয়া কমিটি সদস্য রুহুল আমিন ও নূর ইসলাম সহ সিপিআইএমের কর্মী সমর্থক। সিপিআইএম রাজ্য এরিয়া কমিটির সদস্য সোমনাথ সিংহ বলেন সরকারি আবাস যোজনার তালিকা এমনভাবে করা হয়েছে এবং তালিকায় যাদের নাম রয়েছে তাঁদের অনেকেই সরকারি ঘর পাওয়ার যোগ্য নয়।
কিন্তু অনেক নিঃস্ব, অসহায় ও দরিদ্র ব্যক্তির নাম তালিকায় স্থান পায়নি। তাই রঘুনাথগঞ্জ২ ব্লক প্রশাসনের কাছে দাবি জানানো হচ্ছে, যারা সরকারি ঘর পাওয়ার যোগ্য নয় এবং সচ্ছল ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হোক। সেই জায়গায় যারা প্রকৃত প্রাপক, তাদের নাম অন্তর্ভুক্ত করে সরকারি ঘর দেওয়ার ব্যবস্থা করা হোক। তাঁদের দাবি মানা না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের নামবে বামফ্রন্ট নেতৃত্ব।
আরও পড়ুন – ৭১তম ‘মিস ইউনিভার্স’ বিজয়ী হলেন মার্কিন তরুণী আর’বনি গ্যাব্রিয়েল
তিনি আরো অভিযোগ করে বলেন রঘুনাথগঞ্জ২ ব্লকের পঞ্চায়েত সমিতি সদস্যদের বাবা, কাকা এবং আত্মীয়-স্বজনের নাম রয়েছে, এমনকি পঞ্চায়েত সদস্যদের পরিবারের নাম রয়েছে অবিলম্বে তাদের নাম বাতিল করতে হবে। এই বিষয়ে রঘুনাথগঞ্জ২ ব্লকের বিডিও সৌরভ বোস বলেন, ‘আমরা চাই যারা প্রকৃত প্রাপক তারাই এই যোজনার সুবিধা পাক। কিন্তু যারা সচ্ছল ব্যক্তি বা যাদের পাকা বাড়ি সহ বসবাসের ঘর রয়েছে তাদের নাম অবশ্যই বাদ দেওয়া হবে।