ভোটার অশান্তিতে রাজ্যের একাধিক স্কুলে সম্পত্তি নষ্ট, নবান্নে এল রিপোর্ট , পঞ্চায়েত নির্বাচনে হিংসার জের? রাজ্যের একাধিক স্কুলে সম্পত্তি নষ্ট। তথ্য এল নবান্নে। নবান্ন সূত্রে খবর, রাজ্যজুড়ে মোট ২০৬টি স্কুলের সম্পত্তি নষ্টের খতিয়ান উঠে এসেছে এখনও পর্যন্ত। মুর্শিদাবাদ জেলার এই স্কুলগুলিতে চেয়ার, বেঞ্চ, রেলিং, স্কুলের মেন গেট লাইট, সহ একাধিক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলা নয়, উত্তর দিনাজপুর,কোচবিহার,মালদা জেলাতেও একাধিক স্কুলের সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে।
সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বাবদ রাজ্যকে খরচ করতে হবে প্রায় ৩৬ লক্ষ ৫৭ হাজার ৮১৩ টাকা। বিভিন্ন জেলাশাসকদের এই ২০৬ টি স্কুলের মেরামতি করার নির্দেশ অবিলম্বে দেওয়া হয়েছে। জেলাশাসকদের হাতে যে আনটাইড ফান্ড বা অর্থ রয়েছে সেই টাকা থেকেই মেরামতির কাজ শুরু করতে বলা হয়েছে।
কোনও কোনও বুথে আবার চেয়ার টেবিল ভাঙচুরের ছবিও উঠে এসেছিল। তবে নবান্নের আধিকারিকদের ধারণা, এই সংখ্যা আরও বাড়তে পারে। তবে আপাতত যে তথ্য পাওয়া গেছে তারই ভিত্তিতে দ্রুত মেরামতির কাজ শুরু করতে বলা হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের তরফে।
নবান্ন সূত্রে খবর, প্রত্যেকটি স্কুলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে গড়ে ন্যূনতম ৬০০০ টাকা করে মেরামতির খরচ হবে। কোনও কোনও স্কুলের ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই যে ৪০ হাজার টাকা পর্যন্ত লাগছে মেরামতির জন্য।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে কাঠালিয়া হাই স্কুলের মেরামতির কাজের জন্য ১ লক্ষ ৬৩ হাজার টাকা খরচ করতে হচ্ছে রাজ্যকে। অন্তত এমনটাই হিসেব এসেছে নবান্নের কাছে। পঞ্চায়েত ভোটের দিন একাধিক বুথে দেখা গেছিল সংঘর্ষের ঘটনা।
আরও পড়ুন – চলতি সপ্তাহে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল শিয়ালদহে, দেখে নিন সেই তালিকা…..
নবান্ন সূত্রে খবর, সব থেকে বেশি মুর্শিদাবাদ জেলায় স্কুলের ক্ষয়ক্ষতি হয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বহরমপুর, ভগবানগোলা, ভরতপুর, ডোমকল, ফারাক্কা, হরিহর পাড়া, খরগ্রাম, লালগোলার একাধিক স্কুলে ক্ষয়ক্ষতি হয়েছে পঞ্চায়েত নির্বাচন চলাকালীন।