হেলিকপ্টার টেক অফের সময় সেলফি তুলতে গিয়ে কি অবস্থা হলো দেখুন ….

হেলিকপ্টার টেক অফের সময় সেলফি তুলতে গিয়ে কি অবস্থা হলো দেখুন …. হেলিকপ্টার টেক অফের সময় সেলফিতে মত্ত যুবক, তারপর চলল শুধু ঘুসি আর চড়! আজকাল সেলফি তোলার জন্য মানুষ কত কী-ই না করছে। আসেপাশে যা কিছুই ঘটছে না কেন, সব কিছুর সঙ্গে সেলফি তুলতেই হবে। স্মার্টফোনের গ্যালারি সেলফিতেই ভর্তি থাকে কিছু মানুষের। সেলফি তোলা এখনকার মানুষের কাছে নেশা হয়ে দাঁড়িয়েছে। যেখানেই যান, সেখানে দাঁড়িয়ে সেলফি তুলতে থাকেন। এমনকি বিপজ্জনক জায়গায়, যেখানে মৃত্যুর আশঙ্কা রয়েছে, সেখানেও সেলফি তুলতে ছাড়েন না। তার অনেক ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আবার এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখে হাসি থামানো দায় হয়ে যায়। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে এক যুবক হেলিকপ্টারের সঙ্গে সঙ্গে সেলফি তুলতে যায়। তারপরেই এমন কিছু হয়, যাতে আপনি হাসি থামিয়ে রাখতে পারবেন না।

 

 

 

 

 

 

 

ভাইরাল হওয়া এই ভিডিয়োয় দেখা যায়, এক ব্যক্তি হেলিকপ্টারের সঙ্গে সেলফি তুলতে ছুটে তার সামনে গিয়ে দাঁড়ায়। প্রথমে তিনি হেলিকপ্টারের ছবি তুলতে শুরু করেন। এরপর শুরু হয় হেলিকপ্টারটির সঙ্গে সেলফি তোলা। এদিকে হেলিকপ্টারটিকেও টেক অফ করতে হবে। কিন্তু টেক অফ করতে শুরু করতেই সেই ব্যক্তিকে দেখে থেমে যায়। কিন্তু তখনও সেই যুবকের সেলফি তোলা শেষ হয়নি। ফলে কিছু সময়ের জন্য হেলিকপ্টারটির ফ্লাইট বন্ধ রাখতে হয়। এর পর কয়েকজন নিরাপত্তাকর্মী সেলফি তোলা ব্যক্তির দিকে ছুটে যান এবং তাকে এক চড় মারেন। এরপর ওই ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায় এবং তারপর হেলিকপ্টারটি টেক অফ করে।

 

 

 

 

আরও পড়ুন –  এক দিনমজুর জীবন দিলেন সাতজনকে!

 

 

 

এই ভিডিয়োটি দেখে মনে হচ্ছে এটি কেদারনাথ থেকে, যেখানে ভক্তদের হেলিকপ্টারে করে আনা হয়। ভিডিয়োটি পোস্ট হওয়াক পরেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত 3.5 লক্ষের বেশি ভিউ হয়েছে।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )