‘রাজ্যপাল দেখা না করা অবধি চলবে বিক্ষোভ,’ ৪৮ ঘন্টা কেটে যাওয়ার পর হুঁশিয়ারী অভিষেকের

অমিত শাহের দুর্গাপুজো উদ্বোধন নিয়ে এবার কটাক্ষ অভিষেকের

অভিষেকের নেতৃত্বে রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভের আজ ৪৮ ঘন্টা পার হল। রাজ্যপাল দেখা না করলে এই ধর্ণা উঠবে না বলে হুঁশিয়ারি অভিষেকের। বর্তমানে দার্জিলিং রয়েছেন রাজ্যপাল। পাহাড়ের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতেই গত বৃহস্পতিবার উত্তরবঙ্গ যান তিনি। অন্যদিকে, আজই রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে দার্জিলিং যাচ্ছেন শাসক দলের তিন জনের প্রতিনিধি দল। রাজ্যপাল  দার্জিলিংয়ের রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দলকে দেখা করায় সম্মতি দিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু কলকাতায় (Kolkata) এসে রাজ্যপাল (Governor) দেখা না করা পর্যন্ত ধর্না চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুনঃ পাহাড়ের বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজই কালিম্পঙ যাছেন অরূপ

দিল্লি অভিযান থেকে ফিরে গত বৃহস্পতিবার অভিষেকের নেতৃত্বে রাজভবন অভিযান শুরু হয় তৃণমূলের। কেটে গেছে দুদিন, কিন্তু এখনও চলছে সেই  বিক্ষোভ।  ধর্না-অবস্থানের মঞ্চ থেকে ফের একবার রাজ্যপালকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজ্যপালকে জমিদার কটাক্ষ করার পরে জানিয়েছেন, “ওঁকে আমার নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতেই হবে। সব চিঠি এসে পৌঁছক। ৫০ লক্ষ চিঠি নিয়ে দেখা করতে যাব। ওঁকে সেগুলো পড়ে দেখতে হবে।” রাতভর ধর্নামঞ্চে অবস্থান চালানোর পাশাপাশি অভিষেকের বক্তব্য, “আপনি ৩ দিন থাকতে পারতেন, এসেই ফিরে গেলেন, রাজভবন খালি, আমরা সৌজন্য দেখিয়েছি, কিন্তু রাজ্যপালের (Governor) এই জমিদারি প্রথার বিরুদ্ধে। দিল্লিতে যা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতা, এর জবাব দেবে মানুষ।”

 

প্রসঙ্গত, দিল্লি সফরের মাঝে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি দেখে ফের রাজধানীতে ফিরে গিয়েছিলেন রাজ্যপাল। শনিবার দিল্লি থেকে ফিরে তাঁর ফের উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা। জানা যাচ্ছে, দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে যাবেন দার্জিলিংয়ের রাজভবনে (Darjeeling Raj Bahavan)। সেখানেই তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে তিনি কথা বলবেন বলেই জানা গিয়েছে। যে জন্য দার্জিলিং যাচ্ছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, প্রদীপ মজুমদার।

 

বৃহস্পতিবার অভিষেক বলেন, ‘রাজ্য়পাল যতক্ষণ না আমাদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবেন, আমরা এই ধর্নামঞ্চ ছেড়ে যাব না। আমরা এখানেই থাকব। আমরা শান্তিপূর্ণভাবে চালাব, আমি এখানেই রাত কাটাব, এখানেই বসে থাকব। মোদি সরকারের যা জেদ, তার ১০ গুণ জেদ আমার। বিজেপির প্রতিনিধি দলকে আপনি একটা ফোনে সাক্ষাৎ করার সময়ের জন্য় অ্য়াপয়েন্টমেন্ট দিতে পারেন। আর ২-৩ বার লিখিত মেল পাঠানো, চিঠি দেওয়ার পরও আমাদের সাক্ষাৎ দেওয়া হচ্ছে না।আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমাদের ধর্না, আমাদের কর্মসূচি চালাব। আর আমি এখানেই থাকব। একচুল কোথাও নড়ব না। যতক্ষণ আমাদের প্রতিনিধি দলের সঙ্গে রাজ্য়পাল সাক্ষাৎ করে, আমাদের দুটো প্রশ্নের জবাব দিচ্ছেন।’

en.wikipedia.org