বিপাশার জন্মদিনে তাঁর সঙ্গে অনাবৃত, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দিলেন কর্ণ, কী বললেন স্ত্রীকে?কর্ণ সিংহ গ্রোভারের গলা জড়িয়ে মুখোমুখি বিপাশা বসু। কর্ণের গায়ে পোশাক নেই আর নামমাত্র পোশাকে বিপাশাও। আলোছায়ায় মোহাবেশ তৈরি করছেন তারকা-দম্পতি। চলছে উদ্যাপনও। আজ ৪৪ বছর পূর্ণ করলেন বিপাশা বসু ।
তাঁরা একে অপরকে আদর করে ‘মাঙ্কি’ ডাকেন। স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে দীর্ঘ বার্তা কর্ণ সিংহ গ্রোভারের। প্রশংসার পাশাপাশি বলে দিলেন দোষত্রুটিও। আসলে কেমন বিপাশা?
বিপাশার স্বামী কর্ণ জানান, সব ঠিক আছে। বিপাশা দারুণ ‘হট’, কিন্তু কেউ কি জানেন, তাঁর মতো ভীতু এই ব্রহ্মাণ্ডে আর একটিও নেই! অথচ ‘রাজ’ (২০০২), ‘রক্ত’ (২০০৪), ‘ডরনা জরুরি হ্যায়’ (২০০৬)-এর মতো হাড়হিম করা ভৌতিক ছবির নায়িকা হয়েছেন বিপাশা। আসল কথা জানলে হেসে উঠবেন দর্শক, দাবি কর্ণের। স্ত্রীকে নিয়ে রসিকতা করে বললেন, “দেশে হ্যালোউইনের শুভেচ্ছা জানানোর সময়ে স্বচ্ছন্দে ‘বিপাশা বসু জয়ন্তী’ বলতে পারেন আপনারা। এত ভূতুড়ে ছবিতে কাজ করে বিপাশার আর ভূতে ভয় পাওয়ার কথা নয়! কিন্তু জানেন কি, বিপাশা আসলে ভীষণ ভীতু! টিভিতে আমরা একসঙ্গে এক বার হরর ফিল্ম দেখছি, ও কিছুতেই তাকাবে না! ভয়ে চিৎকার করে উঠছিল। শুধু এতেই নয়, ও সবেতেই ভয় পায়।”
তবে যে কথা কর্ণ আগেও বলেছেন, এ বারও বললেন। বিপাশার হৃদয় খুব বড়। কর্ণের কথায়, “স্বর্ণহৃদয় বিপাশা, ওর মতো মানুষ হয় না।” স্বামী করণকে পালটা ধন্যবাদ জানাতেও ভালেননি বিপাশা। করণের পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আর এখন আমাদের মেয়ে দেবী। আমাকে এত ভালোবাসার জন্য তোমায় অনেক ধন্যবাদ।’
আরোও পড়ুন – ঋষভের কেরিয়ার নিয়ে চলে এল বিরাট আপডেট!
গত বছর ১২ নভেম্বর কর্ণ-বিপাশার কোলে এসেছে তাঁদের প্রথম সন্তান দেবী। মেয়ে দেবীর জন্মের পর প্রথম জন্মদিন বিপাশার। মা হওয়ার পর যেন জীবন অনেকটাই পালটেছে বলি সুন্দরীর। একরত্তি মেয়েকে নিয়েই সময় কাটছে বিপাশার। নেটমাধ্যমের পাতায় মেয়েকে নিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ‘জিসম’ তারকা। কন্যাই বিপাশার সে বছরের সেরা প্রাপ্তি। জন্মদিনেও তাই কন্যার সঙ্গেই খেলা করার ভিডিয়ো পোস্ট করলেন বিপাশা। মায়ের কোলে শুয়ে কচি কচি পা ছুড়েই চলেছে দেবী। সে দিকে তাকিয়েই এ বারের জন্মদিন উদ্যাপন মায়ের। সঙ্গে অনুরাগীদের পাওনা হল বিপাশা-কর্ণের উষ্ণ এক ছবি। পাশাপাশি মালাইকা আরোরা, সোফি চৌধুরী থেকে একাধিক বলিউড ব্যক্তিত্ব বিপাশার পোস্টে ভালোবাসা উজাড় করেছেন। অনুরাগীরা ভিডিয়োতে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন।