বাসে করে তৃণমূলের দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ লকেটের

বাসে করে তৃণমূলের দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ লকেটের

আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লির ধর্ণামঞ্চে কেন্দ্রের একশো দিনের কাজের টাকার বঞ্চনার অভিযোগে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। যার কারণে রেলের তরফে স্পেশাল ট্রেনেরও আবেদন জানিয়েছিল শাসক দল। তবে শেষ মুহুর্ত্বে রেলের তরফ থেকে চিঠি দিয়ে জানানো হয় তারা কোনো স্পেশাল ট্রেনের আয়োজন করতে পারেনি। তাই অবশেষে বাসে করাই রাজধানীর উদ্দেশ্যেই যাত্রা করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সূত্রের খবর, প্রায় ৫০টি ভলভো বাসের বন্দোবস্ত করা হচ্ছে। আর এই নিয়েই এবার তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। তৃণমূলের এই কর্মসূচিতে ‘লোক দেখানো’ ও ‘সার্কাস’ বলে খোঁচা দিলেন হুগলির বিজেপি সাংসদ।

আরও পড়ুনঃ লোকসভার আগে চার রাজ্যের বিধানসভার আগে মেগা কর্মসূচি মোদীর

উল্লেখ্য, তৃণমূলের কর্মী-সমর্থকদের নিয়ে এই বাসগুলি উত্তর প্রদেশের উপর দিয়ে দিল্লিতে যাবে। উত্তর প্রদেশ বিজেপি শাসিত রাজ্য। সেক্ষেত্রে দিল্লিযাত্রা বিঘ্নিত করার চেষ্টা হতে পারে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। সেই নিয়ে আজ প্রশ্ন করা হলে লকেট বললেন, “কেউ তৃণমূলের এই সার্কাসে কেউ অংশ নেবে না। উত্তর প্রদেশের উপর দিয়ে গেলে, তাদের কর্মীদের গায়ে কেউ হাত দেবে না।”

 

লকেট চট্টোপাধ্যায়ের আরও বক্তব্য, গোটা বিষয়টি ‘লোক দেখানো’  কর্মসূচি চলছে। বললেন, “যে মানুষগুলিকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তারা তৃণমূল নেতাদের বাড়িতে গেলেই টাকা পেয়ে যাবেন। লাখ লাখ লোক থেকে দুই তিন হাজারে নেমে এসেছে। এ তো বোঝাই যাচ্ছে লোক দেখানো চলছে।”

 

প্রসঙ্গত, একশো দিনের কাজের টাকা নিয়ে বঞ্চনার অভিযোগে এবার দিল্লিতে গিয়ে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছে তৃণমূল। বাংলা থেকে কর্মী-সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য একটি স্পেশাল ট্রেন চেয়ে আইআরসিটিসির কাছে আবেদন করেছিল তারা। কিন্তু সেই ট্রেন মেলেনি। এরপরই বাসে করে কর্মী-সমর্থকদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে তৃণমূল। স্পেশাল ট্রেন না মেলা নিয়েও বিজেপিকে ইতিমধ্য়েই খোঁচা দিতে শুরু করেছে রাজ্যের শাসক শিবির। তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে বিজেপি পাল্টা আক্রমণ করে লেখা হয়েছে, “হকের পাওনা আদায়ের জন্য দিল্লি যেতে আমরা প্রস্তুত। বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার আমাদের স্পেশাল ট্রেন না দিতে পারে, কিন্তু আমরা আমাদের পথে অনড়। বাসে চেপে আমার দিল্লিতে যাব।” কেন্দ্রীয় সরকার আমাদের স্পেশাল ট্রেন না দিতে পারে, কিন্তু আমরা আমাদের পথে অনড়। বাসে চেপে আমার দিল্লিতে যাব।”

en.wikipedia.org