বিশ্বের সর্বোচ্চ টাওয়ার আইফেল টাওয়ারে বোমাতঙ্ক, পর্যটকদের অন্যতম দর্শনীয় স্থান হল, প্যারিসের (Paris) আইফেল টাওয়ার। এটি বিশ্বের সপ্তম আশ্চর্য হিসাবে পরিগণিত সারা বছরই দেশ-বিদেশের পর্যটকেরা বিশ্বের এই সপ্তম আশ্চর্য (Eiffel Tower) দেখতে ভিড় জমান। এবার সেই আইফেল টাওয়ারেই (Eiffel Tower) বোমাতঙ্ক। শনিবার আইফেল টাওয়ারে বোমাতঙ্ক (Bomb scare) ছড়ায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে তড়িঘড়ি পর্যটকদের সেখান থেকে সরিয়ে আনা হয় এবং বন্ধ করে দেওয়া হয় বিশ্বের সর্বোচ্চ টাওয়ার। প্রতি বছর দেশ-বিদেশের হাজার-হাজার পর্যটক আইফেল টাওয়ার (Eiffel Tower) দর্শন করতে আসেন। গত বছর বিশ্বের সপ্তম আশ্চর্য দেখতে ভিড় জমিয়েছিলেন ৬২ লক্ষ পর্যটক।
প্রসঙ্গত, বিশ্বের সপ্তম আশ্চর্য হল, প্যারিসের আইফের টাওয়ার (Eiffel Tower)। ১৮৮৭ সালের জানুয়ারিতে এটির নির্মাণ শুরু হয় এবং নির্মাণকাজ সম্পূর্ণ হয় দু-বছর পর, ১৮৮৯ সালের ৩১ মার্চ। প্রতি বছর দেশ-বিদেশের হাজার-হাজার পর্যটক আইফেল টাওয়ার দর্শন করতে আসেন। গত বছর বিশ্বের সপ্তম আশ্চর্য দেখতে ভিড় জমিয়েছিলেন ৬২ লক্ষ পর্যটক।
আরও পড়ুন – ভারতের এই তিন মিষ্টি বিশ্বের সেরা মিঠাইর তালিকায় রয়েছে, জানেন কত নম্বর…
এদিন আইফেল টাওয়ারে (Eiffel Tower) বোমাতঙ্কের খবরটি নিশ্চিত করেছে ফরাসি পুলিশ। এদিন স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ আইফেল টাওয়ারের তৃতীয় তলে বোমাতঙ্ক (Bomb scare) ছড়ায়। খবর পেয়েই তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি অভিযান শুরু করে। আইফেল টাওয়ার-সংলগ্ন হোটেল, রেস্টুরেন্টও খালি করে তল্লাশি চালানো হয়। তল্লাশি অভিযানের ব্যাপারে প্যারিস পুলিশের মুখপাত্র জানান, এই পরিস্থিতিতে এই ধরনের ঘটনা স্বাভাবিক। যদিও এই ধরনের ঘটনা বিরল। তবে বোমাতঙ্ক কীভাবে ছড়াল, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। শেষ পাওয়া খবর পর্যন্ত, আইফেল টাওয়ার বা সংলগ্ন এলাকায় বোমা বা বিস্ফোরক জাতীয় কিছু মেলেনি।
(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)