Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
কেন্দ্রের বেআইনি ছাঁটাইয়ের প্রতিবাদে বিএসএনএল কর্মীদের আন্দোলন

কেন্দ্রের বেআইনি ছাঁটাইয়ের প্রতিবাদে টালিগঞ্জে বিএসএনএল কর্মীদের আন্দোলন

কেন্দ্রের বেআইনি ছাঁটাইয়ের প্রতিবাদে টালিগঞ্জে বিএসএনএল কর্মীদের আন্দোলন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কেন্দ্রের বেআইনি ছাঁটাইয়ের প্রতিবাদে টালিগঞ্জে বিএসএনএল কর্মীদের আন্দোলন, রাজ্যে একদিকে দুর্নীতির অভিযোগ রয়েছে ভুঁড়ি ভুঁড়ি যা তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ,অন্যদিকে যে ছবি ধরা পড়ছে তা হলো BSNL এর ঠিকা শ্রমিকদের ছাঁটাই , 2014 সালে মোদি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে ,বছরের 2 কোটি বেকারদের চাকরি দেবে, ক্ষমতায় আসার পর বছরের 2 কোটি বেকারের চাকরি দেওয়ার নামে ২ কোটি মানুষকে অর্থাৎ শ্রমিকদের উল্টো বেকার করছে এই মোদি সরকার। এমনটাই বলছেন BSNL কর্মীরা।

 

 

 

 

BSNL এর ঠিকা শ্রমিকদের ছাঁটাই এর প্রতিবাদে শনিবার বেলা সাড়ে বারোটায় টালিগঞ্জের রানিকুঠি টেলিফোন অফিস থেকে যাদবপুর টেলিফোন অফিস পর্যন্ত এক মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলটি BSNL ন্যাশনালিস্ট ঠিকা ওয়ার্কার্স কংগ্রেস (INTTUC) তরফ থেকে করা হয়েছিল । এই মিছিলি পা মেলান BSNL -এর সমস্ত কর্মীরা , উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলব হালদার এবং কলকাতা সার্কেল এর সভাপতি অশোক চক্রবর্তী সহ আরও অন্যান্যরা ।

 

 

 

আরও পড়ুন – কেইআইআইপি-র কাজে ক্ষুব্ধ মেয়র, বললেন ‘ইঞ্জিনিয়ার রেখে লাভ কী?’

 

 

 

 

 

 

তারা কি বলছেন অর্থাৎ তাদের কি বক্তব্য , তাদের বক্তব্য, ব্যয় সংকোচনের নামে শুধুমাত্র ঠিকা কর্মীদের ছাটাই করা হচ্ছে, এছাড়া BSNL এর ছোট ছোট অফিস গুলোকে বন্ধ করে শুধু ঠিকা শ্রমিকদের বসিয়ে দেওয়া হচ্ছে। তাদের অন্যত্র বদলি ব্যাবস্থা করা হচ্ছে না। তাই আমাদের বক্তব্য যে ব্যয় সংকোচনের নামে শুধুমাত্র ঠিকা কর্মীদের ছাটাই করা চলবে না, কোনো অফিস বন্ধ হলে সেই সমস্ত কর্মীদের অন্য কোনো অফিসে পুনঃ বহাল করতে হবে অথবা তাদের গ্র্যাচুইটি এবং কম্পেনসেশন প্রদান করে কাজ থেকে বসাতে হবে। কারণ তারা BSNL -এ 20 থেকে 25 বছর ধরে চাকরি করছেন । এছাড়া বিএসএনএল কে 4G এবং 5G পরিষেবা দিয়ে আরো উন্নততর করতে হবে। পাশাপাশি তাদের আরও অভিযোগ তারা বলছেন বর্তমান কেন্দ্রীয় সরকার করছে না কারণ জিও কে সুবিধা দেওয়ার জন্যে।

 

( সব খবর, ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top