‘আমার এই আন্দোলন শুধু নিজের জন্য নয়…’, দলীয় কর্মীদের বার্তা ইমরানের

‘আমার এই আন্দোলন শুধু নিজের জন্য নয়…’, দলীয় কর্মীদের বার্তা ইমরানের, তিনি যে গ্রেফতার হবেন, সেটা আগেই আঁচ করেছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা PTI প্রধান ইমরান খান। তাই গ্রেফতার হওয়ার প্রাক্কালে শনিবার দুপুরে নিজের টুইটার হ্যান্ডেল থেকে দলীয় কর্মীদের উদ্দেশে বিশেষ ভিডিয়ো বার্তা দেন পিটিআই প্রধান (Imran Khan)। তিনি গ্রেফতার হলেও দলীয় কর্মীদের শান্তিপূর্ণভাবে লড়াই চালিয়ে যাওয়ারই বার্তা দেন ইমরান। তাঁর সেই বার্তা বিফলে যায়নি। গতবারের মতো এবারও ইমরানে খান গ্রেফতার হওয়ার পরই দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু করেছে পিটিআই কর্মী-সমর্থকরা। আন্দোলন দমাতে ইতিমধ্যে অনেক বিক্ষোভকারীকে গ্রেফতারও করেছে পুলিশ।

 

 

 

 

 

 

ইমরান এদিন দলীয় কর্মীদের উদ্দেশে আরও বলেছেন, “আমার এই আন্দোলন কেবল নিজের জন্য নয়, তোমাদের এবং তোমাদের সন্তানের ভবিষ্যতের জন্য।”

ইমরান খান গ্রেফতার হওয়ার কয়েক ঘণ্টা পরই তাঁর এই ভিডিয়ো-বার্তা প্রকাশ্যে এসেছে। তারপরই ক্ষোভে ফেটে পড়েছে পিটিআই কর্মী-সমর্থকরা। ইতিমধ্যে পঞ্জাব প্রদেশ থেকে ১০ জন পিটিআই সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

 

 

প্রসঙ্গত, তোশাখানা মামলায় এদিন ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। আদালতের ঘোষণার পর জার্মান পার্কে তাঁর বাড়ি থেকে ইমরানকে গ্রেফতার করে পুলিশ। ইমরানকে ৩ বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে পাকিস্তানের এক নিম্ন আদালত। যদিও এর বিরুদ্ধে হাইকোর্টে যাবে বলে জানিয়েছে পিটিআই।

 

 

 

এর আগে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৯ মে গ্রেফতার হয়েছিলেন ইমরান খান। তার পরই রণক্ষেত্র হয়ে উঠেছিল সমগ্র পাকিস্তান।ইমরানের মুক্তির দাবিতে দিকে-দিকে বিক্ষোভ দেখায় পিটিআই কর্মী-সমর্থকেরা।সরকারি ভবন থেকে পুলিশ, সেনাবাহিনীর উপরেও হামলা চালায় পিটিআই কর্মী-সমর্থকেরা। পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে অনেকের মৃত্যুও হয়েছিল।পরে ইমরান জামিনে মুক্তি পেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

 

 

 

আরও পড়ুন –   তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান

 

 

 

পিটিআই চেয়ারম্যান এদিন নিজের টুইটার হ্যান্ডেলে ভিডিয়ো বার্তা দেন। তিনি বলেন,“আমার গ্রেফতারি প্রত্যাশিত এবং গ্রেফতারির আগেই আমি এই বার্তা রেকর্ড করছি।”গ্রেফতারির বিষয়টি লন্ডনের পরিকল্পনা বাস্তবায়নের একটি পদক্ষেপ জানিয়ে ইমরান বলেন,“আমি চাই, দলীয় কর্মীরা শান্তিপূর্ণ,অটল এবং শক্ত থাকুন। আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারও সামনে মাথা নত করি না।”