১২ দিন পর খুশির আবহ পাম অ্যাভিনিউয়ে , হাসপাতাল থেকে ছুটি পেলেন বুদ্ধদেব ভট্টাচার্য, হাসপাতাল থেকে ছুটি পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ১২ দিন চিকিৎসার পরে এখন অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। ফলে চিকিৎসকরা আজ তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্তে উপনীত হন। ইতিমধ্যেই হাসপাতাল থেকে রওনা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পাম অ্যাভিনিউয়ের প্রতিবেশীরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর অপেক্ষায়।
ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছে গিয়েছে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে।তবে বাড়িতেও বাইপ্যাপ লাগানো থাকবে।রাইলস টিউবের মাধ্যমেই খাওয়ানো হবে।এ দিন সকালেই হাসপাতালে পৌঁছে গিয়েছিল তাঁর সাধের সাদা অ্যাম্বাস্যাডর।যদিও সেই গাড়িতে সওয়ার হননি কেউই।ফলে বুদ্ধবাবুর অ্যাম্বুল্যান্সের পিছনেই সেই গাড়ি ফেরে পাম অ্যাভিনিউয়ের ঠিকানায়।
ফুসফুসে সংক্রমণ থাকায় ২৯ জুলাই উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে৷প্রথমে তাঁর অবস্থা যথেষ্ট সঙ্কটজনক হওয়ায় ভেন্টিলেশনে রাখতে হয়েছিল।ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দেন তিনি৷এখন অনেকটাই সুস্থ হয়েছেন। তবে বয়সের ভারে ন্যুব্জ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালের চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণে রাখবেন।
হাসপাতাল সূত্রে খবর,কিছুটা সুস্থ হওয়ার পর থেকেই বাড়ি ফেরার জন্য উতলা হচ্ছিলেন বুদ্ধবাবু।কবে বাড়ি ফিরবেন রোজই যানতে চাইতেন চিকিৎসকদের কাছে।যদিও তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তাড়াহুড়ো করতে চাননি চিকিৎসকরা৷ তবে সোমবারই তাঁকে পর্যবেক্ষণের পরে মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নেয় বুধবার তাঁকে ছুটি দেওয়া হবে।আজ কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি,তারপরেই পৌঁছে যাবেন নিজের বাড়িতে।
আরও পড়ুন – রাজ্যপালের ওপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ,বললেন সৎসাহস থাকলে আচার্য বিলে সই করুন,
উডল্যান্ড হাসপাতালের সিইও চিকিৎসক রূপালি বসু,চিকিৎসক সপ্তর্ষি বসু ও চিকিৎসক সৌতিক পণ্ডা জানান,বাড়ি ফেরার আগে হাসপাতালের বেডে পা ঝুলিয়ে বসানো হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে৷ বেডের পাশে দাঁড়ও করানো হয় তাঁকে৷ বুদ্ধবাবু চিকিৎসকদের সঙ্গে যথার্থ সহযোগিতা করেছেন।তবে বাড়ি ফিরলেও কড়া পর্যবেক্ষণেই রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে৷বাড়িতেই থাকবে বাইপ্যাপ যন্ত্র এবং পালস অক্সিমিটার৷
বুদ্ধদেব ভট্টাচার্য আপাতত হোম কেয়ার সিস্টেমে থাকবেন। হাসপাতালের চিকিৎসকরা নিয়মিত তাঁকে দেখতে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে যাবেন।চিকিৎসকদের পাশাপাশি হাসপাতালের একজন নার্স তাঁর দেখাশোনা করবেন৷দু’জন ফিজিওথেরাপিস্টও তাঁর জন্য থাকবেন।আপাতত রাইলস টিউব লাগানো থাকলেও খুব তাড়াতাড়ি তা খুলে ফেলা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।এ দিন হাসপাতাল থেকে ছুটি পেয়ে সবাইকে আশীর্বাদ করেন বুদ্ধবাবু।