রাজ্যের সমস্ত স্কুলে বাংলা ভাষা পড়ানো বাধ্যতামূলক কি? বিতর্ক মেটালেন মুখ্যমন্ত্রী,

রাজ্যের সমস্ত স্কুলে বাংলা ভাষা পড়ানো বাধ্যতামূলক কি? বিতর্ক মেটালেন মুখ্যমন্ত্রী, বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি। এদিন রাজ্যের সমস্ত স্কুলে বাংলা ভাষা পড়ানো বাধ্যতামূলক কি না, তা নিয়ে সংশয় স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

 

 

 

মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ কেউ ভাষা নিয়ে উল্টোপাল্টা বলছেন। আমরা যেটা ক্যাবিনেটে আলোচনা করেছি, আমরা থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কথা বলছি। যাঁরা বাংলা মিডিয়ামে পড়েন তাঁরা বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নিতে পারেন। যেখানে অলচিকি মাধ্যম আছে, সেখানে অলচিকি নিতে পারবেন। কারও উপর কিছু চাপিয়ে দেওয়া হয়েছে এটা ঠিক নয়।’

 

 

 

 

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘বাংলায় আমরা বাস করি। বাংলায় বেশিরভাগই তো বাংলা মাধ্যম স্কুল। যাঁরা বাংলায় পড়েন, তাঁরা বাংলাই নেবেন। আমার লোকাল ভাষা এক নম্বরে থাকবে। এটা মনে রাখবেন।’ গত শুক্রবার মন্ত্রিসভায় স্কুলের ভাষানীতি নিয়ে আলোচনা হয়। তারপরই শোরগোল পড়ে, রাজ্য়ের সমস্ত স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হচ্ছে। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu)পর এদিন মুখ্যমন্ত্রী সমস্ত বিতর্কের অবসান ঘটান।

 

 

 

আরও পড়ুন – রাজ্যপালের ওপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ,বললেন সৎসাহস থাকলে আচার্য বিলে সই করুন,

 

 

 

আরও পড়ুন –  হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে FIR দায়ের অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে

 

 

ঝাড়গ্রাম থেকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, রাজ্য সরকার স্কুলস্তরে থ্রি ল্যাঙ্গুয়েজ বা তিন ভাষা ফর্মুলা নিয়ে ভাবনাচিন্তা করছে। যেখানে প্রথম ভাষা হতে পারে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। বাকি দু’টোর ক্ষেত্রে পড়ুয়ারা নিজের ইচ্ছেমতো ভাষা বাছাই করে নিতে পারবে। কারও উপর কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না, সাফ জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ।

 

( সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )