মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের মন্ত্রী সভার রদবদল

মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের মন্ত্রী সভার রদবদল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের মন্ত্রী সভার রদবদল

মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের মন্ত্রী সভার রদবদল। দায়িত্ব বাড়ল জ্যোতিপ্রিয় মল্লিক, প্রদীপ মজুমদারের।  পর্যটন দফতর ফিরল পুরনো মন্ত্রীর কাছেই। মাস খানেক আগে ইন্দ্রনীল সেনকে পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁকে ফের পর্যটন দফতরের দায়িত্ব দিলেন দিদি।
বাবুল সুপ্রিয়র দায়িত্বে পর্যটন ছাড়াও তথ্য ও প্রযুক্তি (আইটি) দফতর ছিল। আইটি দফতর এর পরেও বাবুলের কাছেই থাকবে। সেই সঙ্গে পর্যটন থেকে সরিয়ে তাঁকে অচিরাচরিত শক্তি উৎস দফতরের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বাবুলের দফতরের বদলের পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিক তথা বালুর দায়িত্ব যে বাড়তে চলেছে তাও স্পষ্ট ছিল। জ্যোতিপ্রিয় মল্লিকের দায়িত্বে বন দফতর এবং অচিরাচরিত শক্তি উৎস দফতর ছিল। তাঁর কাছ থেকে অচিরাচরিত শক্তি উৎস দফতরের দায়িত্ব সরিয়ে নেওয়া হয়েছে। পরিবর্তে তাঁকে বন দফতরের পাশাপাশি শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বাজেয়াপ্ত করা ১১ কোটির স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব আদালতে জমা দিল ইডি

গত বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মন্ত্রিসভায় একটা ছোট রদবদল করতে চলেছেন তিনি। তবে নতুন কোনও মুখ এখনই মন্ত্রিসভায় আসবে না, পুরোনোদেরকে এদিক ওদিক করা হবে। পাশাপাশি তিনি সেদিন এও জানিয়েছিলেন, তাঁর সেই রদবদলের প্রস্তাব রাজভবনে পাঠানো হয়েছে। কিন্তু রাজ্যপাল সম্মতি দিতে সময় নিচ্ছেন।

এর পর শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর রদবদলের ফাইল ছেড়ে দিয়েছেন রাজ্যপাল, বলে সূত্রের খবর।

এই রদবদলে বাকিদের পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবেই গুরুত্ব বেড়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের। তাঁকে সমবায় দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন সমবায় দফতরের দায়িত্বে ছিলেন হাওড়ার প্রবীণ নেতা অরূপ রায়। তাঁকে এবারের রদবদলে সমবায় দফতর থেকে সরিয়ে খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, আগামীকাল অর্থাৎ ১২ সেপ্টেম্বর মঙ্গলবার স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, বিদেশ সফরের আগে মন্ত্রিসভায় রদবদল নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন তিনি, এমনটাই শোনা যাচ্ছিল। নতুন কোনও নামের মন্ত্রিসভায় সংযুক্তকরণ নিয়ে আলোচনা না হলেও একাধিক মন্ত্রীর দফতর বদলাতে পারে বলে জানা যা্চছিল। নবান্নের অন্দরমহলে জল্পনা চলছিল, বিদেশ সফরের আগেই এই নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তেমনটাই ঘটল। বিদেশ সফরের আগে মন্ত্রীসভার রদবদল করলেন মুখ্যমন্ত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top