এখন সোশ্যাল মিডিয়া জুড়ে মিমটা এখন একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। বিভিন্ন বিখ্যাত মানুষ -এর কোনো কথা বললেই সেটা নিয়ে মুহুর্তে ভাইরাল হয়ে যায়। আর এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়কে নিয়ে একটি মিম ভাইরাল হয়েছে। আর যা নিয়ে গ্রেফতার। অথচ, যে অভিযোগের ভিত্তিতে FIR করা হয়েছে, তার কোনও যৌক্তিকতা নেই, স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এই মামলায় পুলিশের তদন্তে আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। পুজোর ছুটির পর আদালত নথি দেখে এফআইআর খারিজের নির্দেশ দিতে পারে বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গল বেঞ্চ।
আরও পড়ুনঃ কেমন আছেন কালীঘাটের কাকু? জানতে আচমকাই এসএসকেএমেএ ইডি
পাশাপাশি এই মামলায় বিচারপতি আরও জানতে চান, পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না কেন? সেই জবাবও তলব করে আদালত। বরানগর থানার আই সি, তদন্তকারী অফিসার ও রেকর্ডিং অফিসারকে হলফনামা জমা দিয়ে বিষয়টি জানাতে হবে। পাশাপাশি এই মামলার কেস ডায়েরি ১৮ ডিসেম্বর জমা দিতে হবে। ওই দিন আদালত সিদ্ধান্ত নেবে ওই অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ না কী আর্থিক জরিমানা করা হবে। আদালতের পর্যবেক্ষণ, যে অভিযোগের ভিত্তিতে FIR করা হয়েছে, তার কোনও যৌক্তিকতা নেই।
প্রসঙ্গত, এই মামলায় মঙ্গলবারই কলকাতা হাইকোর্টে বিচারপতির ভর্ত্সনার মুখে পড়ে পুলিশ। বিচারপতি গত শুনানিতেই প্রশ্ন করেন, “গ্রেফতার কেন সেটার উত্তর দিতে হবে।” বিচারপতি আরও বলেন, ” কোনও সময় দেওয়ার সুযোগ নেই। ধরে নিতাম, তাত্ক্ষণিকভাবে কোনও ঘটনা ঘটে, আর অভিযুক্তকে হাতের কাছে পেয়ে গ্রেফতার করে, তবু একটা যুক্তি থাকে।”
প্রসঙ্গত উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করার অভিযোগে মুর্শিদাবাদের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করে কলকাতার বরানগর থানার পুলিশ। বরানগরের এক ব্যক্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতে গত ২৫ সেপ্টেম্বর ওই ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। এই গ্রেফতারির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই ছাত্র।
প্রসঙ্গত উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করার অভিযোগে মুর্শিদাবাদের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করে কলকাতার বরানগর থানার পুলিশ। বরানগরের এক ব্যক্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতে গত ২৫ সেপ্টেম্বর ওই ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। এই গ্রেফতারির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই ছাত্র। এই গ্রেফতারির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই ছাত্র।