ভাঙড়ে ভোট হিংসার ঘটনায় নওশাদকে তলব CID-র, হাজিরা দিলেন দুপুরেই, সূত্রের খবর, রাজু নস্কর খুনের মামলায় এই তলব। নওশাদ সিদ্দিকী-সহ ৬৮ জনের নামে দায়ের হয়েছিল অভিযোগ। ভবানী ভবনে নওশাদ সিদ্দিকীকে তলব করা হয়েছে। ভাঙড়ে ভোট হিংসার ঘটনায় সোমবারই সিআইডি তাঁকে তলব করেছে। ভাঙরের ভোট অশান্তির ঘটনায় সিআইডি তদন্তের মুখোমুখি নওশাদ সিদ্দিকী। ১৬ জুন কাশীপুর থানার একটি অভিযোগের প্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়। তাতেই এদিন তলব করা হয়েছে নওশাদ সিদ্দিকীকে। পঞ্চায়েত ভোটে ভয়ঙ্কর সন্ত্রাস চলেছে ভাঙড়ে। গুলি বোমা পড়েছে মুড়ি মুড়কির মতো। শুধু তাই নয় ঝরেছে প্রাণও। ভোট হিংসায় হানাহানির ঘটনায় তদন্তভার নেয় সিআইডি। এরপরই এদিন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে তলব করা হয় ভবানী ভবনে। সেই তলবে সাড়া দিয়ে এদিন দুপুরেই সিআইডির অফিসে যান নওশাদ।
পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই বারবার হিংসার ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তুমুল অশান্তি হয় সেখানে। মারামারি, গুলি, বোমায় অশান্ত হয়ে ওঠে এলাকা। এরপর যত নির্বাচনের দিন এগিয়ে এসেছে, ততই অভিযোগের তালিকা দীর্ঘ হয়েছে। তবে মনোনয়নপর্বে অশান্তি নিয়ে কাশীপুর থানায় এক অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে এদিন তলব করা হয় নওশাদকে। সূত্রের খবর, রাজু নস্কর খুনের মামলায় এই তলব। নওশাদ সিদ্দিকী-সহ ৬৮ জনের নামে দায়ের হয়েছিল অভিযোগ।
আরও পড়ুন – ফের একবার ছাত্র ভোট নিয়ে ইতিবাচক বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো , ছাত্রভোট…
কাশীপুর থানায় যে অভিযোগ দায়ের হয়েছে, সেখানে নওশাদের নামে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। সূত্রের খবর, তদন্তকারীরা নওশাদের কাছে মূলত জানতে চান, পঞ্চায়েত ভোটে ভাঙড়ে নওশাদের ভূমিকা কী ছিল, তাঁর দলের ভূমিকাই বা কী ছিল। আইএসএফের একাধিক কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। অনেকে গ্রেফতারও হয়েছেন। তাঁদের সঙ্গে নওশাদের যোগাযোগ কেমন সমস্ত উত্তরই জানার চেষ্টা করবে সিআইডি, দাবি সূত্রের।