বেলাগাম রবীন্দ্রনাথ! ‘বিজেপি ভোট চাইতে এলে কাটারি নিয়ে বেরবেন’ মন্তব্য রবীন্দ্রনাথ ঘোষের

বেলাগাম রবীন্দ্রনাথ! ‘বিজেপি ভোট চাইতে এলে কাটারি নিয়ে বেরবেন’ মন্তব্য রবীন্দ্রনাথ ঘোষের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বেলাগাম রবীন্দ্রনাথ! ‘বিজেপি ভোট চাইতে এলে কাটারি নিয়ে বেরবেন’ মন্তব্য রবীন্দ্রনাথ ঘোষের, মন্ত্রী উদয়ন গুহর পর এবার রবীন্দ্রনাথ ঘোষ (Rabindra Natha Ghosh)। উত্তরবঙ্গের আরও এক তৃণমূল নেতার মন্তব্য ঘিরে বিতর্ক রাজনৈতিক মহলে। বিজেপি ভোট চাইতে এলে কাটারি বের করতে হবে। এমনই মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার (Coochbehar) পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। বৃহস্পতিবার এক সভায় বক্তব্য রাখতে গিয়ে একেবারে লাগামহীন ভাষায় আক্রমণ করেন বিজেপিকে। ১০০ দিনের টাকা সহ বিভিন্ন ইস্যুতে বিজেপিকে নিশানা করেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনীতির পারদ যে চড়ছে, তা স্পষ্ট। রাজ্য জুড়ে প্রচারে নেমেছে শাসক- বিরোধী দু পক্ষই। সম্প্রতি এক সভা থেকে বিরোধীদের আক্রমণ করতে গিয়ে উদয়ন গুহ বলেন, ‘তৃণমূলের কারও মাথা ফাটলে, তোমাদের হাত এমনভাবে ভাঙা হবে, যা আর জোড়া লাগবে না।’ এবার রবীন্দ্রনাথের এমন মন্তব্যেরও কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি।

 

 

 

তুফানগঞ্জে কর্মিসভায় তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে বিজেপির নেতারা ভোট চাইতে এলে, মহিলারা কাটারি নিয়ে বের হবেন। যদি বাড়িতে আসে, তাহলে বলবেন বসুন, চা খান। তারপর জবাব চাইবেন, ১০০ দিনের কাজের টাকা কেন দেওয়া হচ্ছে না? বাড়ি তৈরির টাকা কেন ৬ বছর ধরে আটকে আছে? না বলতে পারলে, ডাং মারবেন।’

 

 

 

তৃণমূল নেতা আরও বলেন, ‘বাংলার মানুষকে ওরা ভাতে মারতে চাইছে। কিন্তু বাংলার মানুষ কোনও দিন মাথা নীচু করেনি। আজও করবে না। কেন্দ্রীয় সরকারকে ১০০ দিনের টাকা দিতে হবে।’ তাঁর দাবি, টাকা না দিয়ে পঞ্চায়েতে ভোট চাওয়া যাবে না। পঞ্চায়েতের মাধ্যমেই তৃণমূল গ্রামের উন্নয়নের কাজ করে বলেও উল্লেখ করেছেন তিনি।

 

আরও পড়ুন – দুর্ধর্ষ অফার !এই অফারের মধ্যে রয়েছে ফ্ল্যাট ডিসকাউন্ট থেকে শুরু করে একাধিক…

 

তৃণমূল নেতার মন্তব্যে কড়া জবাব দিয়েছেন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। তিনি বলেন, ‘আমার প্রশ্ন, এত বছর আপনারা ক্ষমতায় আছেন। উন্নয়ন তো করেননি। শুধু কয়লা চুরি, গরু চুরি করেছে। নিজেদের ব্যবস্থা করুন আগে। আপনাদের নেতাদের তো তাড়া করছে মানুষ। তাই আমাদের ভয় দেখাবেন না। দেশের স্বার্থে লড়াই করে এসেছে বিজেপি।’

(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top