Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
দুর্ধর্ষ অফার !এই অফারের মধ্যে রয়েছে

দুর্ধর্ষ অফার !এই অফারের মধ্যে রয়েছে ফ্ল্যাট ডিসকাউন্ট থেকে শুরু করে একাধিক অফার।

দুর্ধর্ষ অফার !এই অফারের মধ্যে রয়েছে ফ্ল্যাট ডিসকাউন্ট থেকে শুরু করে একাধিক অফার।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দুর্ধর্ষ অফার !এই অফারের মধ্যে রয়েছে ফ্ল্যাট ডিসকাউন্ট থেকে শুরু করে একাধিক অফার। Samsung Galaxy S23 ফোনে 13,000 টাকা ছাড়, ‘Ultra’ মডেলটি 8000 টাকা কমে , Samsung Galaxy S23 ক্রয় করতে চান, তাঁরা Amazon-এ এই ফোনের উপরে 13,000 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। Samsung সম্প্রতি তার Galaxy S23 সিরিজ় লঞ্চ করেছে ভারতে। এখন এই নতুন ফ্ল্যাগশিপ ফোনে একাধিক আকর্ষণীয় অফার মিলছে। তার মধ্যে সবথেকে বড় ছাড় পাওয়া যাচ্ছে Galaxy S23 Ultra ফোনে। আর সেই ছাড় আপনাকে দিচ্ছে Flipkart। যদিও অফারটি নির্ভর করছে বিভিন্ন ব্যাঙ্কের কার্ডের উপরে। অন্য দিকে আবার যে সব কাস্টমাররা Samsung Galaxy S23 ক্রয় করতে চান, তাঁরা Amazon-এ এই ফোনের উপরে 13,000 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই অফারের মধ্যে রয়েছে ফ্ল্যাট ডিসকাউন্ট থেকে শুরু করে একাধিক অফার।

 

Samsung Galaxy S23: এই ফোনে কত টাকা ছাড় পাবেন

Galaxy S23 ফোনের উপরে আপনি 5,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ডিসকাউন্ট কুপন হিসেবে এই অফারটি দিচ্ছে Amazon। তারপরে আবার উপরে উল্লেখিত এই সব সিলেক্টেড ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে 8,000 টাকার অতিরিক্ত ডিসকাউন্ট। এই অফারটিও কেবল 256GB স্টোরেজ মডেলের জন্য উপলব্ধ। এই ভ্যারিয়েন্টের ওরিজিনাল দাম 79,999 টাকা। আগ্রহী কাস্টমাররা এই মডেলটি ক্রয় করতে পারবেন মাত্র 66,999 টাকায়।এক্ষেত্রে মাথায় রাখতে হবে, Amazon-এ 5,000 টাকার কুপনটি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই চেক আউট পেজে আপনাকে ডিসকাউন্টেড অ্যামাউন্টটি দেখানো হবে এবং তৎক্ষণাৎ তা রিফ্লেক্ট করবে না।

Samsung Galaxy S23 Ultra: কত টাকা পর্যন্ত ছাড় পাবেন

Galaxy S23 Ultra ফোনের দাম এখন 1,24,999 টাকা। এটাই ফোনটার ওরিজিনাল রিটেল প্রাইস। কিন্তু কাস্টমাররা এই হাই-এন্ড ফোনই 1,16,999 টাকায় ক্রয় করতে পারবেন HDFC, SBI এবং ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে। অর্থাৎ Galaxy S23 Ultra-র উপরে কাস্টমাররা পেয়ে যাচ্ছেন 8,000 টাকার ছাড়। তবে এই ছাড় আপনি পাবেন কেবল 12GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের জন্য।

 

Samsung Galaxy S23 সিরিজ়: ফিচার্স

দুটি ফোনই দুর্দান্ত ফটোগ্রাফি অভিজ্ঞতা দিতে পারে। ভ্যানিলা মডেল Galaxy S23 এবং Ultra ফোন দুটিতেই ভিন্ন ব্যাটারি, ক্যামেরা সেটআপ, ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ অন্যান্য সব ফিচারের পার্থক্য রয়েছে। তবে পারফরম্যান্সের দিক থেকে দুটি ফোনই চালিত হবে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে। Galaxy S23 Ultra ফোনে স্টাইলাস সাপোর্ট দেওয়া হয়েছে। 45W ফাস্ট চার্জং সাপোর্ট করে ফোনটি। সেই জায়গায় স্ট্যান্ডার্ড মডেলটি 25W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

 

আরও পড়ুন – চোখের পলকে শেষ করে দেবে প্রাণ , কোন কোন সাপ থেকে দূরে…

মাথায় রাখবেন, কাস্টমাররা এই ফোনের রিটেল বক্সের সঙ্গে কোনও চার্জার পাবেন না। তাই, Samsung Galaxy S23 সিরিজ়ের ফোনগুলি ক্রয় করার পর আপনাকে আলাদা করে চার্জার কিনতে হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top