মানুষের স্বার্থে এবার স্মার্ট নিয়মে সাজানো হচ্ছে রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিকে

মানুষের স্বার্থে এবার স্মার্ট নিয়মে সাজানো হচ্ছে রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মানুষের স্বার্থে এবার স্মার্ট নিয়মে সাজানো হচ্ছে রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিকে

তেইশে দাঁড়িয়ে এখন সব কিছুই মুঠোবন্দি। এখন মানুষ ব্যাঙ্কে যাওয়ার থেকে নিজের ফোনের মাধ্যমে ঘরে বসে সবটা করতে পছন্দ করে। আর তাই এবার যুগের সঙ্গে তাল মেলাতে আরও স্মার্ট হচ্ছে রাজ্যের সমস্ত সমবায়  ব্যাঙ্কগুলি। এমনই উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। গ্রাহকদের সুবিধার্থে চালু হবে অত্যাধুনিক ব্যাঙ্কিং পরিষেবা। রাজ্যের সবকটি সমবায় ব্যাঙ্কে মোবাইল ব্যাঙ্কিং থেকে শুরু করে, আইএমপিএস, ইউপিআই এবং বিবিপিএস পরিষেবা চালু হবে। বাড়বে এটিএমের সংখ্যাও। মাইক্রো এটিএমের সংখ্যাও বাড়বে।

আরও পড়ুনঃ হাওড়া থেকে চালু হল নয়া দুটো বন্দে ভারত, সময় এবং ভাড়া একনজরে

সমবায় ব্যাঙ্ক গুলিতে এবার থেকে গ্রাহক নিরাপত্তার জন্য চালু হবে কার্ড ম্যানেজমেন্ট সলিউশন এবং ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম। এটিএমের উপর নজরদারি চালানোর জন্য ওয়েব নির্ভর মনিটরিং টুল তৈরি করা হবে বলে জানা গেছে। এই বিষয়ে নবান্নের এক শীর্ষ কর্তার ব্যাখ্যা, রাজ্যের বহু গ্রামে এখনও ব্যাঙ্ক নেই। অথচ এখন প্রায় সব মানুষেরই নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তারপরেও দূরত্বের কারণে অনেকে ব্যাঙ্কে যেতে চান না। তাঁদের কথা মাথায় রেখেই সমবায় ব্যাঙ্কগুলিকে ঢেলে সাজার পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

তাঁর আরও দাবি, আগামী দিনে পুরোপুরি বদলে যাবে সমবায় ব্যাঙ্কের চেহারা। তাতে গ্রাহকের সংখ্যাও বাড়বে। সেটা হলে আরও বেশি করে লাভের মুখ দেখতে পাবে সমবায় ব্যাঙ্কগুলি। সমবায় ব্যাঙ্কে অনিয়ম এবং দুর্নীতি রোখার ক্ষেত্রেও সেটা অত্যন্ত সহায়ক হবে। আগামী দিনে পুরোপুরি বদলে যাবে সমবায় ব্যাঙ্কের চেহারা। তাতে গ্রাহকের সংখ্যাও বাড়বে। সেটা হলে আরও বেশি করে লাভের মুখ দেখতে পাবে সমবায় ব্যাঙ্কগুলি। সমবায় ব্যাঙ্কে অনিয়ম এবং দুর্নীতি রোখার ক্ষেত্রেও সেটা অত্যন্ত সহায়ক হবে।

 

পাশপাশি সমবায় দফতর সূত্রে জানা গিয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক এবং তার অধীনে থাকা মোট ১৪টি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের আধুনিকীকরণের জন্য একটি মেগা প্রোজেক্ট হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কের মোট ৪৪টি শাখা রয়েছে। বাকি যে ১৪টি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক রয়েছে তাদের মোট শাখার সংখ্যা ২৬৬টি। তাদের আধুনিক ব্যাঙ্কিং পরিষেবার আওতায় নিয়ে আসা হবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কের মোট ৪৪টি শাখা রয়েছে। বাকি যে ১৪টি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক রয়েছে তাদের মোট শাখার সংখ্যা ২৬৬টি। তাদের আধুনিক ব্যাঙ্কিং পরিষেবার আওতায় নিয়ে আসা হবে।

 

en.wikipedia.org

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top