আবারো দুটো বন্দে ভারত পেল কলকাতা। রবিবার থেকে চালু হয়েছে এই নতুন ট্রেন দুটি। যার মধ্যে হাওড়া পেয়েছে ২টি ট্রেন- রাঁচি-হাওড়া ও পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এদিন নিজেদের নির্ধারিত সময়েই হাওড়া থেকে নিজেদের গন্তব্যে রওনা দিয়েছে ট্রেন দুটি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) গোটা ভারতের গর্ব। রবিবার আরও নতুন ৯টি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুটি ট্রেন কখন হাওড়া থেকে ছাড়বে, কখন হাওড়ায় এসে পৌঁছবে এবং ট্রেনের ভাড়া কত, জেনে নিন একনজরে…
আরও পড়ুনঃ ডেঙ্গি সতর্কতায় এবার নয়া নির্দেশিকা কলকাতা পুরসভার
হাওড়ার নতুন দুটি বন্দে ভারত এক্সপ্রেসের সময়ক্ষণ ও ভাড়া
রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস- এই ট্রেনটি প্রতিদিন রাঁচি থেকে ছাড়বে ভোর ৫টা ১৫ মিনিটে। আর হাওড়া স্টেশন এসে পৌঁছবে বেলা ১২টা ২০ মিনিট নাগাদ। মাঝে রাঁচি, মুড়ি, কোটশিলা, পুরুলিয়া, চান্ডিল, টাটা এবং খড়্গপুরে স্টপেজ দেবে। অন্যদিকে, হাওড়া থেকে আবার এই ট্রেনটি রাঁচির উদ্দেশে ছাড়বে দুপুর ৩টা ৪৫ মিনিট নাগাদ। আর রাঁচি স্টেশন পৌঁছবে রাত ১০টা ৫০ মিনিট নাগাদ। মঙ্গলবার ছাড়া প্রতিদিনই চলবে ট্রেনটি।
এই ট্রেনের যাওয়া ও আসার ভাড়ার মধ্যে পার্থক্য রয়েছে। হাওড়া থেকে রাঁচিগামী বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ার কারের ভাড়া ১,৩২০ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২,৩৯৫ টাকা। অন্যদিকে, রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ার কারের ভাড়া ১,১৫৫ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২,২০০ টাকা।
পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সময়ক্ষণ ও ভাড়া
পটনা থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসটি ছাড়বে প্রতিদিন সকাল ৮টা নাগাদ। আর ট্রেনটি হাওড়া স্টেশনে পৌঁছবে দুপুর ২টো ৩৫ মিনিট নাগাদ। অন্যদিকে, হাওড়া থেকে পটনার উদ্দেশে বন্দে ভারত এক্সপ্রেসটি ছাড়বে দুপুর ৩টে ৫০ মিনিট নাগাদ। আর পাটনা স্টেশনে এসে পৌঁছবে রাত ১০টা ৪০ মিনিট নাগাদ। পটনা থেকে হাওড়ার মাঝে ট্রেনটি পটনা সাহিব, মোকামা, লক্ষ্মীসরাই, জেসিডি, জামতারা, আসানসোল এবং দুর্গাপুরে দাঁড়াবে। এই ট্রেনটি বুধবার বাদে সপ্তাহের ৬ দিন চলবে।
রাঁচি-হাওড়ার মতো পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসেরও যাওয়া ও আসার মধ্যে ভাড়ার ফারাক রয়েছে । হাওড়া থেকে পটনাগামী বন্দে ভারতের এক্সপ্রেসের চেয়ার কারের ভাড়া ১,৪৫০ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২,৬৭৫ টাকা। অন্যদিকে, পটনা থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ার কারের ভাড়া ১,৫০৫ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২,৭২৫ টাকা।