কিউয়িদের বিরুদ্ধে মেগা ম্যাচ, টসে জিতে বল করার সিদ্ধান্ত ভারতের

শেষ ২০০৩, তারপর আর কিউয়িদের হারাতে পারেনি ভারত। আজকের ম্যাচে কী কাটতে চলেছে সেই খরা?এই প্রশ্নই ঘুরছে ভারতীয় সমর্থকদের মনে। বিশ্বকাপের মঞ্চে আজ পাঁচ নম্বর ম্যাচ খেলবে ভারত। এখনও অবধি অপরাজিত রয়েছে তারা। আজকে ধর্মশালাতে মেগা ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতল ভারত। প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা।

আরও পড়ুন: মহাষ্টমীর সকালে অন্য দৃশ্য, রাজনৈতিক সমীকরণ পিছনে ফেলে কুণালের পুজো দেখতে রাজ্যপাল

চলতি বিশ্বকাপে ভারত ও নিউজিল্যান্ড, দুই দলই দারুণ ছন্দে আছে। দুই দলই চারটি করে ম্যাচ জিতেছে। তাই রবিবারের ম্যাচ যে উপভোগ্য হবে তা বলার অপেক্ষা রাখে না। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কিছুটা চিন্তায় আছে ভারতীয় শিবির। চোটের কারণে হার্দিক পান্ডিয়া এই ম্যাচে খেলছেন না। তাঁর পরিবর্তে প্রথম একাদশে এসেছেন সূর্যকুমার যাদব।

 

সূর্যকুমার ছাড়াও ভারতের প্রথম একাদশে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। চলতি বিশ্বকাপে প্রথম সুযোগ পেলেন বাংলার পেসার মহম্মদ শামি। শার্দুল ঠাকুরের জায়গায় শামিকে দলে আনা হয়েছে। নিউজিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে শামির অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান কোচ রাহুল দ্রাবিড়। সূর্যকুমার ছাড়াও ভারতের প্রথম একাদশে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। চলতি বিশ্বকাপে প্রথম সুযোগ পেলেন বাংলার পেসার মহম্মদ শামি। শার্দুল ঠাকুরের জায়গায় শামিকে দলে আনা হয়েছে। নিউজিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে শামির অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান কোচ রাহুল দ্রাবিড়।

 

রবিবারের ম্যাচে টস খুবই গুরুত্বপূর্ণ ছিল। সন্ধের পর থেকেই মাঠে শিশির পড়ে। টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তই ছিল দুই অধিনায়কের। নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম সেই কথাই জানালেন। রোহিত শর্মা বললেন, ‘শিশির ফ্যাক্টর তো বটেই। তবে এই মাঠের পিচ ভাল। এখানে রান তাড়া করতে চাই আমরা।’ রবিবারের ম্যাচে টস খুবই গুরুত্বপূর্ণ ছিল। সন্ধের পর থেকেই মাঠে শিশির পড়ে। টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তই ছিল দুই অধিনায়কের। নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম সেই কথাই জানালেন। রোহিত শর্মা বললেন, ‘শিশির ফ্যাক্টর তো বটেই। তবে এই মাঠের পিচ ভাল। এখানে রান তাড়া করতে চাই আমরা।’



ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ। 

en.wikipedia.org