এবার দুর্গাপুজোয় অংশ নিলেন মার্কিন রাষ্ট্রদূত এরিক

আজ মহাষ্টমী। আর এই দিনে বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গাপুজোয় অংশ নিলেন মার্কিন রাষ্ট্রদুত। দিল্লির চিত্তরঞ্জন পার্কের একটি পুজো মণ্ডপ পরিদর্শন করেন ভারতে আমেরিকার রাষ্ট্রদূত এরিক গার্সেত্তি। শুধু ঠাকুর দেখাই নয়, বাংলার স্ট্রিট ফুড চেখে দেখার পর তিনি অংশ নিলেন ধুনুচি নাচেও। এক্স হ্যান্ডেলে সেই সমস্ত মুহূর্ত শেয়ার করেছেন এরিক।

আরও পড়ুন: কিউয়িদের বিরুদ্ধে মেগা ম্যাচ, টসে জিতে বল করার সিদ্ধান্ত ভারতের

তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, গার্সেত্তিকে পুরদস্তুর বাঙালি কায়দায় স্বাগত জানানো হয় মণ্ডপে। সেখানে আরতি করতে দেখা যায় মার্কিন রাষ্ট্রদূতকে। প্যান্ডেলের ভিতরে লোকজনের সঙ্গে নাচ-গান করতেও দেখা যায় তাঁকে। এছাড়া ধুনুচি নাচেও অংশ নেন তিনি। রীতিমতো দক্ষ নৃত্যশিল্পীদের মতোই মুখে ধুনুচি নিয়ে নাচতে দেখা গেছে তাঁকে।

 

এরপর মঞ্চের উপর থাকা শিশুদের সঙ্গে কথা বলেন, ছবি তোলেন এরিক। সবশেষে প্যান্ডেলে থাকা কলকাতার বিভিন্ন স্ট্রিট ফুড-এর স্টল থেকে ঝালমুড়ি, বিরিয়ানি, মাছ এবং মিষ্টি খান তিনি। এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘সকলকে পুজোর শুভেচ্ছা।’ এরিক আরও জানিয়েছেন, ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনুষ্ঠান উদযাপনের অংশ হয়েছেন তিনি। ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র সাংস্কৃতিক ভিন্নতা প্রত্যক্ষ করতে করতে তিনি হতবাক, জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। এরপর মঞ্চের উপর থাকা শিশুদের সঙ্গে কথা বলেন, ছবি তোলেন এরিক। সবশেষে প্যান্ডেলে থাকা কলকাতার বিভিন্ন স্ট্রিট ফুড-এর স্টল থেকে ঝালমুড়ি, বিরিয়ানি, মাছ এবং মিষ্টি খান তিনি। এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘সকলকে পুজোর শুভেচ্ছা।’ এরিক আরও জানিয়েছেন, ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনুষ্ঠান উদযাপনের অংশ হয়েছেন তিনি। ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র সাংস্কৃতিক ভিন্নতা প্রত্যক্ষ করতে করতে তিনি হতবাক, জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

 

এরিকের সেই পোস্টটি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। দেড় লক্ষ মানুষ দেখে ফেলেছেন সেটি। ৬ হাজারেরও বেশি মানুষ লাইক দিয়েছেন ভিডিওটিতে। বিদেশি হয়েও যেভাবে ভারতীয়, বিশেষ করে বাঙালি অনুষ্ঠানের সঙ্গে মিশে গেছেন, আনন্দ করেছেন এরিক, তাতে অত্যন্ত খুশি নেটিজেনরা।  এরিকের সেই পোস্টটি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। দেড় লক্ষ মানুষ দেখে ফেলেছেন সেটি। ৬ হাজারেরও বেশি মানুষ লাইক দিয়েছেন ভিডিওটিতে। বিদেশি হয়েও যেভাবে ভারতীয়, বিশেষ করে বাঙালি অনুষ্ঠানের সঙ্গে মিশে গেছেন, আনন্দ করেছেন এরিক, তাতে অত্যন্ত খুশি নেটিজেনরা।

en.wikipedia.org