উৎসবের আমেজে মধ্যেই মন খারাপ করা একটি খবর। রবিবারই শক্তি বাড়িয়ে সাইক্লোন তেজ অতিশক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে, জানালো মৌসম ভবন।
IMD-র টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করা হয়। যেখানে বলা হয়, “২২ অক্টোবর অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে তেজ।” আগামী ২৫ অক্টোবর এই ঘূর্ণিঝড়টি ইয়েমেন এবং ওমানের উপর দিয়ে পার হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: ইজরায়েল-হামসের যুদ্ধ আবহে ভারতে হিন্ধুধর্মের মাহাত্ম্য তুলে ভাষণ মোহন ভাগবতের
এর আগে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এই সাইক্লোনটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ ওমান এবং ইয়েমন উপকূলের দিকে এগোবে।
চলতি বছর আরব সাগরে তৈরি হওয়া একটি দ্বিতীয় ঘূর্ণিঝড়। এর আগে এই বছরই আরব সাগরে তৈরি হয়েছিল সাইক্লোন বিপর্যয়। তা গুজরাটের মান্ডবি ও পাকিস্তানের করাচি উপকূলের মাঝামাঝি ল্যান্ডফল করার আগে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে প্রভাব বিস্তার করে। সেক্ষেত্রে তেজ কোনওভাবে গতি প্রকৃতি বদল করে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
এই প্রসঙ্গে স্কাইমেট ওয়েদার জানাচ্ছে, এখনও পর্যন্ত যা তথ্য সামনে আসছে তাতে ইয়েমেন এবং ওমান উপকূলে আছড়ে পড়তে পারে তেজ। আবহাওয়াবিদদের একাংশের দাবি, এর প্রভাবে ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওযা। যদি হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৮৯ থেকে ১১৯ কিমি হয় সেক্ষেত্রে তেজকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বলা হবে।
এই প্রসঙ্গে স্কাইমেট ওয়েদার জানাচ্ছে, এখনও পর্যন্ত যা তথ্য সামনে আসছে তাতে ইয়েমেন এবং ওমান উপকূলে আছড়ে পড়তে পারে তেজ। আবহাওয়াবিদদের একাংশের দাবি, এর প্রভাবে ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওযা। যদি হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৮৯ থেকে ১১৯ কিমি হয় সেক্ষেত্রে তেজকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বলা হবে।
সেক্ষেত্রে উৎসবের আমেজে কি জল ঢালবে তেজ? এই প্রসঙ্গে অনেকটাই আশার কথা শোনাচ্ছে আবহাওয়া দফতর। আপাতত সাধারণ মানুষের আশঙ্কার কোনও কারণ নেই। কারণ এর খুব একটা বেশি প্রভাব পড়বে না দেশে।