কাজ দ্রুত সমাপ্ত করতে উদ্যোগী দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে পড়ে থাকা কাজ দ্রুত কাজ সমাপ্ত করতে উদ্যোগী দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ। জানা গিয়েছে,বিগত প্রায় সাড়ে চার বছরে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের তত্বাবধানে প্রায় ১১০ কিমি রাস্তা নির্মাণ হয়েছে, যার মধ্যে ৫ কিলোমিটার দৈর্ঘ্যের অধিক ২১টি রাস্তা রয়েছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রোজেক্টের অধীনে ইতিমধ্যেই জেলার ২২টি গ্রাম পঞ্চায়েতকে গ্রীণ ভিলেজে রুপান্তরিত করা হয়েছে।
পাশাপাশি আগামী ৩ বছরের মধ্যে জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলিকে স্বচ্ছতার আওতায় আনতে ইতিমধ্যেই পর্যায়ক্রমিক টার্গেট সেট করে কাজ করছে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ কর্তৃপক্ষ। স্বনির্ভর দলগুলির উৎপাদন বাড়াতে ৩০ লক্ষ টাকা করে মোট ১ কোটি ৮০ লক্ষ টাকা ব্যায়ে ৬টি ইউনিট স্থাপনের উদ্যোগ নিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ কর্তৃপক্ষ। যার মধ্যে ২টি ইউনিট স্থাপনের টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। আরও জানা গিয়েছে, জেলায় ১৫টি ব্রিজ নির্মাণের জন্য ডি.পি.আর তৈরী করে ইতিমধ্যেই উর্দ্ধতন কর্তৃপক্ষকে পাঠিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ কর্তৃপক্ষ। বর্তমানে ৩২ টি কাজ ট্রেন্ডার প্রক্রিয়ায় রয়েছে।
দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফেজুদ্দিন মিয়া জানিয়েছেন জেলার কুমারগঞ্জ, হরিরামপুর, কুশমন্ডি ও তপন ব্লকে হেলথ ইউনিট স্থাপন করা হয়েছে এবং গঙ্গারামপুরের উৎসব ভবন কমিউনিটি হল সংলগ্ন স্থলে, তিওয়ড়-এ ও বালুরঘাটের স্টেট ব্যাঙ্ক সংলগ্ন এলাকায় পার্কিং প্লেস তৈরীর পরিকল্পনা রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের। বর্ডার এরিয়া ডেভলপমেন্ট প্রোগ্রাম ফান্ড থেকে ২০১৯-২০২০ অর্থবর্ষে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ ৪ কোটি ২৫ লক্ষ টাকা পেলেও ২০২০ অর্থবছরের পর থেকে বি.এ.ডি.পি ফান্ড থেকে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ পায়নি কোন অর্থ।
আরও পড়ুন – পঞ্চায়েত ( Panchayats ), টিকিট মহার্ঘ, জ্বলছে আগুন, অভিষেক তৎপর, আইপাকের বড় দায়িত্ব
যদিও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদকে ৪০ কোটি টাকার ফান্ড বরাদ্দের আশ্বাস বাস্তবায়িত জেলায় উন্নয়নের কাজ অনেকটাই এগোবে বলে জেলা পরিষদ কর্তৃপক্ষের ধারণা। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় বলেন সাধারণ মানুষদের সুবিধার্থে আমরা পানীয় জলের কাজ অনেকটাই করেছি, চাহিদা অনুযায়ী রাস্তাঘাট নির্মাণ করেছি, তবে আরও রাস্তাঘাট নির্মাণের জন্য কিছু অর্থের প্রয়োজন রয়েছে।