মিড ডে মিলের চালে মরা টিকটিকি ও ইঁদুর । গত বুধবার মিড ডে মিলের চালে গ্রামে মরা টিকটিকি ও ইঁদুর উদ্ধার করা হয়েছিল। ঘটনাটি ঘটেছিল মালদহের চাচোল থানার চাচল ২ নম্বর ব্লকের সাহুরগাছি নিত্যানন্দপুর বিদ্যালয়ে। ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল।
ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনার পরের দিন মালদহের জেলা শাসক নীতিন সিংহানিয়া তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। সেই তদন্ত কমিটিতে ছিলেন চাচল ২ নম্বর ব্লকের বিডিও দিব্যজ্যোতি দাস। তদন্তের পর সেই রিপোর্ট পাঠানো হয় জেলাশাসকের মাধ্যমে রাজ্য শিক্ষা দপ্তরের মিড ডে মিল বিভাগে।
তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে কর্তব্যে গাফিলতির অভিযোগে দায়ী করা হয়েছে স্কুলের টিচার ইনচার্জকে, স্কুল পরিদর্শক কে ও সুপারভাইজারের দায়িত্ব থাকা চুক্তিভিত্তিক এক কর্মীকে। সাসপেন্ড করা হল স্কুলের টিচার-ইন-চার্জ, স্কুল পরিদর্শককেও (এসআই)। সুপারভাইজারের দায়িত্বে থাকা চুক্তি ভিত্তিক কর্মীকে বরখাস্ত করা হল। এদের মধ্যে রয়েছেন স্কুলের টিচার-ইন-চার্জ উজ্জ্বলকুমার সাহা এবং সাব ইন্সপেক্টর অব স্কুল আব্দুল হানিফ তারই সঙ্গে চুক্তিভিত্তিক এডুকেশন সুপারভাইজার স্বপন সরকার।
আরও পড়ুন – গ্রাম বাংলার বুক থেকে হারিয়ে যাচ্ছে ঢেঁকি
স্বাভাবিকভাবেই জেলা প্রশাসনের এই সিদ্ধান্তে স্থানীয় অভিভাবক এবং গ্রামবাসীরা খুবই খুশি। স্কুল ছাত্র ছাত্রীদের খাওয়া-দাওয়া নিয়ে এ ধরনের অবহেলা মেনে নেওয়া যায় না বলে জানালেন এক অভিভাবক তিনি জানান এই সিদ্ধান্তে এই গ্রামের বাসিন্দারা সহ স্কুলের অভিভাবক অভিভাবিকারা খুবই খুশি। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য এই কড়া পদক্ষেপের সিদ্ধান্ত সমর্থনযোগ্য বলে জানালেন তিনি
উল্লেখ্য, মিড ডে মিলের চালে মরা টিকটিকি ও ইঁদুর । গত বুধবার মিড ডে মিলের চালে গ্রামে মরা টিকটিকি ও ইঁদুর উদ্ধার করা হয়েছিল। ঘটনাটি ঘটেছিল মালদহের চাচোল থানার চাচল ২ নম্বর ব্লকের সাহুরগাছি নিত্যানন্দপুর বিদ্যালয়ে। ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল।
ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনার পরের দিন মালদহের জেলা শাসক নীতিন সিংহানিয়া তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। সেই তদন্ত কমিটিতে ছিলেন চাচল ২ নম্বর ব্লকের বিডিও দিব্যজ্যোতি দাস। তদন্তের পর সেই রিপোর্ট পাঠানো হয় জেলাশাসকের মাধ্যমে রাজ্য শিক্ষা দপ্তরের মিড ডে মিল বিভাগে।