রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি বেশ উদ্বেগজনক। স্বাস্থ্য দফতরের পর্যালোচনা অনুযায়ী এখনও অবধি রাজ্যে এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ল ৩ হাজার ৩৫৮ জন। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ২৮ হাজার ৬৭।
আরও পড়ুনঃ হেরিটেজ তকমা পাওয়ার পরেরদিনই বিস্ফোরক উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী
ডেঙ্গি সংক্রমণে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। আক্রান্ত ৬ হাজার ৯২৫ জন। ২ নম্বরে নদিয়া, আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৬৯। তৃতীয় কলকাতা। ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪১৬ জন। এরপর রয়েছে মুর্শিদাবাদ। সেখানে আক্রান্ত ৩ হাজার ৪০৭। হুগলিতে ২ হাজার ৬০০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। হাওড়ায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৬৮। বেসরকারি মতে, রাজ্যে এখনও পর্যন্ত ৩১ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ৩ জনের।
শহরজুড়ে ডেঙ্গি আক্রান্ত ও ডেঙ্গি সন্দেহে ভর্তির সংখ্য়া যে হারে বাড়ছে তাতে সরকারি ও বেসরকারি হাসপাতালে ঘুরে বহুক্ষেত্রেই একটি বেড পেতে সমস্য়ায় পড়ছেন রোগীরা। আমরি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৮৮ জন। তার মধ্য়ে ৭ জন ICU-তে চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সেখানে আরও ১৮ জন ভর্তি হয়েছেন। ডেঙ্গি আক্রান্তদের জন্য বরাদ্দ একটি বেডও আর খালি নেই এম আর বাঙুরে। একই পরিস্থিতি, বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালের। ৪০টি বেডেই ডেঙ্গি আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। খোলা হয়েছে HDU.
বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গি পজিটিভ ও ডেঙ্গি আক্রান্ত সন্দেহে ভর্তি রয়েছেন ৫৫ জন। যার মধ্য়ে ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রের খবর। ৩০ জনের বেশি ডেঙ্গি আক্রান্ত চিকিৎসাধীন পিয়ারলেস হাসপাতালে। একটিও বেড খালি নেই। ইএম বাইপাসের ধারে প্রায় সব হাসপাতালেই গড়ে ২০ থেকে ২৫ জন ডেঙ্গি পজিটিভ অথবা ডেঙ্গি আক্রান্ত সন্দেহে ভর্তি রয়েছেন। যদিও, স্বাস্থ্য দফতরের তরফে দাবি করা হচ্ছে যে, টেস্টের পরিমাণ বাড়ায়, ডেঙ্গি আক্রান্তের সংখ্য়াও বাড়ছে।
সার্বিক ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রবিবার সকালে স্বরাষ্ট্রসচিব, জেলাশাসক, পুরসভার কমিশনার, বিভিন্ন জেলার মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করেন। স্বরাষ্ট্র সচিব প্রত্যেক জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কাজে অযথা জল জমে থাকছে। সেগুলির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন্দ্রকে আপনারাই চিঠি লিখুন। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদের একাধিক অঞ্চলে ডেঙ্গি সংক্রমণ বাড়ছে। এই জেলাগুলির স্পর্শকাতর অঞ্চলে ডেঙ্গি সংক্রমণ কমানোর জন্য সতর্ক হতে হবে। রোগীকে কোনওভাবেই রেফার করা যাবে না বলে বিভিন্ন মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ও সুপারদের নির্দেশ দেন স্বরাষ্ট্র সচিব।