বর্ষার মধ্যেই ডেঙ্গির প্রকোপ ক্রমেই বাড়ছে বাংলাদেশে, ২৪ ঘণ্টায় মৃত ৮, হাসপাতালে ভর্তি হাজার হাজার রোগী , বর্ষার মধ্যেই ডেঙ্গির প্রকোপ ক্রমেই বাড়ছে ওপার বাংলায় (Dengue outbreak in Bangladesh)। বিগত কয়েকদিন ধরেই চট্টগ্রাম ও ঢাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছিল। এবার দেশের উত্তর ও দক্ষিণ প্রান্তেরও ধীরে ধীরে বাড়ছে প্রাদুর্ভাব। তাতেই চিন্তা বাড়ছে প্রশাসনের। উত্তর বাংলাদেশের প্রধান শহর ময়মনসিংয়েও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে খবর। হাসপাতালে ভিড় বাড়ছে রোগীর।
শুধু ফরিদপুর নয়, দক্ষিণাঞ্চলীয় ও উপকূলীয় জেলা বরগুনার অবস্থাও ক্রমেই খারাপ হচ্ছে। জুলাইয়ের ১৮ তারিখ পর্যন্ত এখানে ৮০ জন ডেঙ্গি আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে খবর। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গির কবলে পড়ে মৃত্যু হয়েছে ৮ জনের। এখনও পর্যন্ত এই মরসুমে একদিনে মৃত্যুর নিরিখে এটাই সর্বোচ্চ বলে খবর। এখনও পর্যন্ত দেশে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪। গত, ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গির কবলে পড়ে ভর্তি হয়েছেন ১৫৮৯ জন রোগী। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৪৭ জন। ঢাকার বাইরে গোটা দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৪২ জন।
আরও পড়ুন – ভোটকেন্দ্রে হেনস্থা হিরো আলমকে, উত্তেজিত জনতার হাতে মার খান অভিনেতা, ভর্তি হাসপাতালে
কোরবানি ইদের পর থেকে দেশের নানা প্রান্তে খোঁজ মিলছিল ডেঙ্গি আক্রান্ত রোগীর। সম্প্রতি নতুন করে পরিস্থিতির অবনতি হয়েছে ফরিদপুর জেলায়। শুধু এদিনই সেখানে ডেঙ্গির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ জন রোগী। এ নিয়ে জেলায় এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩০০-র গণ্ডি পার করে গিয়েছে। যদিও অনেকেই চিকিৎসার পর ছাড়া পেলেও এখনও জেলার হাসপাতালে ভর্তি শতাধিক রোগী। শুধু ফরিদপুর নয়, দক্ষিণাঞ্চলীয় ও উপকূলীয় জেলা বরগুনার অবস্থাও ক্রমেই খারাপ হচ্ছে। জুলাইয়ের ১৮ তারিখ পর্যন্ত এখানে ৮০ জন ডেঙ্গি আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে খবর।