‘প্রধান’ -এর শুটিং চলাকালীন মায়ের সাথে একান্ত মুহুর্ত্বে দেব, নিজেই শেয়ার করলেন সেই ছবি

‘প্রধান’ -এর শুটিং চলাকালীন মায়ের সাথে একান্ত মুহুর্ত্বে দেব, নিজেই শেয়ার করলেন সেই ছবি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
'প্রধান' -এর শুটিং চলাকালীন মায়ের সাথে একান্ত মুহুর্ত্বে দেব, নিজেই শেয়ার করলেন সেই ছবি

চলতি বছর অগস্ট মাস থেকে শুরু হয়েছে দেবের পরবর্তী ছবি ‘প্রধান’ -এর শুটিং। এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে ‘মিঠাই’ সিরিয়াল খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে। জি বাঙলার জনপ্রিয় ধারবাহিক মিঠাইতে তিনি মিঠায়ের চরিত্রে অভিনয় করেছিলান। এটাই তার অভিনয় জীবনের প্রথম ছবি, দেবের বিপরীতে।  শুটিং চলছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। টানা ১৮ দিনের শিডিউল। বর্ষার মাঝে চুটিয়ে উত্তরবঙ্গে প্রকৃতিও উপভোগ করছে ‘প্রধান’ ছবির প্রতিটা স্টার, সঙ্গে গোটা টিমের সদস্যরা। বিশ্বনাথ বসু, সোহম চট্টোপাধ্যায়, সৌমিতৃষা কুণ্ডু, কাঞ্চন মল্লিক সহ দেব আরও অনেকে বর্তমানে চুটিয়ে উপভোগ করছেন বর্ষার পাহাড়।

আরও পড়ুনঃ রাজ্যপালকে ১৫ দিনের মদ্ধ্যে জনসমক্ষে ক্ষমা চাওয়ার আইনী নোটিশ পাঠাল ১২ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য

না, কেবল পাহাড় নয়, ডুয়ার্সের জঙ্গলেও ছবির বেশ কিছু সিক্যোয়েন্স শুট করা হচ্ছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ফাঁস হয়ে গিয়েছে এই ছবিতে দেবের চরিত্র। পুলিশ অফিসারের ভূমিকা অভিনয় করছেন তিনি। আর তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন সৌমিতৃষা।

 

কয়েকদিন আগে দেবের বেশ কিছু অ্যাকশন দৃশ্য শুটের জন্য ছুটি পেয়েছিলেন সৌমিতৃষা, সেই ফাঁকে পাহাড়ের বর্ষার স্বাদ উপভোগ করেছেন তিনি। আর দেব, তাঁর তালিকায় কি ছুটির অবকাশ নেই? আছে। শুটিং ফাঁকে বেশ কিছুটা সময় তিনি পরিবারের সঙ্গে কাটালেন। সোশ্যাল মিডিয়া শেয়ার করলে মায়ের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি। সামনে বিস্তীর্ণ পাহাড় নদীর জলে পা ডুবিয়ে মায়ের সঙ্গে গল্পে মশগুল অভিনেতা দেব। না, এই ফ্রেমে তিনি আর কোনও অভিনেতা নন, নিপাট এক ঘরের ছেলে।

 

মায়ের সঙ্গে একান্তে তোলা সেই ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করে ক্যাপশনে লিখলেন, ফ্যামিলি টাইম। ছবি দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় পলকে তা হয়ে উঠল ভাইরাল। শেয়ার করে ক্যাপশনে লিখলেন, ফ্যামিলি টাইম। ছবি দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় পলকে তা হয়ে উঠল ভাইরাল। চলতি মাসেই শেষ হবে প্রধান ছবির শুটিং। তাই সময় অপচয় করে নয় বরং শুটিং থাকে যে যেটুকু সময় পাচ্ছেন নিজের মতো করে সময় কাটিয়ে নিচ্ছেন। উত্তরবঙ্গ সফর মাঝে কলকাতায় ছুটে এসেছিলেন অভিনেতা তাঁর আগামী ছবি বাঘাযতীন-এর প্রচারের জন্য। পুজোতেই পর্দায় ফিরছেন টলিপাড়ার নতুন ব্যোমকেশ। এখন দেখার বাঘাযতীন রূপে দেব দর্শক মনে কতটা জায়গা করতে পারেন।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top