দিদির সুরক্ষা কবজ নিয়ে বৈঠকে চাপদানির বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নুতন কর্মসূচি সুরক্ষা কবজ নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন চাপদানির বিধায়ক অরিন্দম গুইন। হুগলির শেওড়াফুলিতে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে তিনি জানান দিদির এই কর্মসূচি অনুযায়ী প্রতিটি ব্লকে পাঁচজনকে নিয়ে একটি করে কমিটি হবে । প্রতিটি কমিটি রোজ পাঁচটি করে বাড়ি ভিজিট করবেন । এভাবে দিনে ২৫টি বাড়ি তারা যাবেন, সেখানে গিয়ে সেখানকার যারা বাসিন্দা তাদের কাছে দিদির যে প্রকল্পগুলি বাংলার মানুষের উন্নয়নকল্পে গ্রহণ করেছেন সেগুলি কতটা তাদের কাছে পৌঁছেছে সেই বিষয়টি নিয়ে তারা তাদের সঙ্গে কথা বলবেন। যদি তাদের কোন অভাব অভিযোগ থাকে সেই বিষয়গুলো তারা রেকর্ড করবেন এবং সেগুলোকে রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হবে।
শুধু ব্লক নয় এই কর্মসূচিতে জেলা স্তরের নেতৃত্বে যেমন অংশ নেবেন সঙ্গে সঙ্গে রাজ্যস্তরের নেতারাও বিভিন্ন গ্রাম এবং শহরে একদিন করে গিয়ে সেখানে সেখানকার মানুষদের সঙ্গে দিন কাটাবেন, প্রভাবশালী মানুষদের সঙ্গে কথা বলবেন এবং তাদের সঙ্গে মধ্যাহ্ন ভোজ করবেন। এছাড়াও সেখানে গিয়ে কোন এক তৃণমূল কর্মীর বাড়িতে মিলিত হবেন এবং সেখানেই নৈশ ভোজ এবং রাত্রি যাপন করবেন। এভাবেই রাজ্যের দশ কোটি মানুষের কাছে দিদির দূতেরা পৌঁছে যাবেন, এবং যাতে দিদির যে সমস্ত প্রকল্পগুলো নিয়েছে সেগুলো যেন নিবিড়ভাবে প্রতিটি মানুষের কাছে পৌঁছে তার বন্দোবস্ত করা হবে ।এইটাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য । এদিনের সাংবাদিক সম্মেলনে বিধায়ক অরিন্দম গুইন জানান রাজ্যের তৃণমূল সরকার আসার পর আমাদের নেত্রী মানুষের যে কোন ব্যাপারে পাশে গিয়ে দাঁড়ান সেটা তাতে এরা খেটে খাওয়া সাধারণ মানুষরা অভিভূত।
আরও পড়ুন – দিদির সুরক্ষা কবজ নিয়ে সাংবাদিক বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান।
এক প্রশ্নের উত্তরে তিনি জানানএবারের পঞ্চায়েত নির্বাচনে ২০২১ সালে যেভাবে বিধানসভা নির্বাচনের বাংলার মানুষ দুহাত ভরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আশীর্বাদ করেছিলেন সেই ভাবে পশ্চিমবাংলার গ্রামাঞ্চলের মানুষরাও এবারের পঞ্চায়েত নির্বাচনে দিদিকে সমর্থন জানাবেন এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাপদানির পুর প্রধান সুরেশ মিশ্র বৈদ্যবাটির পুর প্রধান পিন্টু মাহাতো শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ কুমার সিং বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল পিন্টু নাগ শ্যামলেন্দু মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ।